গায়িকা ও অভিনেত্রী ভিভিয়ানের বিচ্ছেদ

৯ বছরের সংসারে ইতি টানলেন তাইওয়ানিজ গায়িকা ও অভিনেত্রী ভিভিয়ান চু। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
২০১৪ সালে সিঙ্গাপুরের ব্যবসায়ী সিয়ান লিকে বিয়ে করেছিলেন ভিভিয়ান। এই ডিসেম্বরে এসে বিচ্ছেদের ঘোষণা দিলেন তাঁরা। গত রোববার ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, পারস্পরিক আলোচনার ভিত্তিতে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। দম্পতির আট বছরের এক পুত্র রয়েছে
 ছবি: ইনস্টাগ্রাম
৪৮ বছর বয়সী ভিভিয়ান তাইওয়ানের বাইরে জাপানে খুব জনপ্রিয়। ব্ল্যাক বিস্কুট নামে একটি জাপানি ব্যান্ডে গান করেছেন ভিভিয়ান
 ছবি: ইনস্টাগ্রাম
নব্বইয়ের দশকে তাইওয়ানের রিয়েলিটি শো ‘ট্যালেন্টেড বিউটিফুল গার্ল’ শিরোনামে একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার পর মডেলিংয়ে নাম লেখান ভিভিয়ান
এরপর গানে মনোনিবেশ করেন। ১৯৯৫ সালে ভিভিয়ানের প্রথম একক গান প্রকাশিত হয়। পরের বছর প্রথম অ্যালবামও আসে
২০০৬ সালের দিকে সিনেমায়ও অভিনয় করেন। ‘দ্য নোট’, ‘শাওলিন পপি’সহ বেশ কয়েকটি সিনেমায় পাওয়া গেছে এই অভিনেত্রীকে