লি হান বিয়োল
লি হান বিয়োল

স্বপ্নের মতো অভিষেক

ইনস্টাগ্রামে লি হান বিয়োলের অনুসারী হু হু করে বাড়ছে। অথচ সপ্তাহ তিনেক আগেও তাঁকে কেউ চিনতেন না। নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ মাস্ক গার্ল-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গেছেন তিনি।

১৮ আগস্ট নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিরিজে কিম মো মি নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন লি। ছোটবেলায় পপ গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন কিম মো। নিজের চেহারা নিয়ে হীনম্মন্যতায় ভোগেন তিনি, ফলে মঞ্চে ওঠা হয়নি তাঁর। তরুণ বয়সে চাকরি নেন, অফিস শেষে রাতে একটি চ্যানেলে শো করেন। নিজের চেহারা ঢাকতে মাস্ক পরে শো করেন, পরে তিনি মাস্ক গার্ল নামে পরিচিতি পান।
এই চরিত্রে সাবলীল অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন লি। নানা ও জো হিয়োনের মতো তারকা অভিনেত্রীদের ভিড়ে আলো কেড়েছেন লি। নবীন এই অভিনয়শিল্পীকে নিয়ে কোরীয় সংবাদমাধ্যমে চর্চা হচ্ছে।  

লি হান বিয়োল

লি বলছেন, ‘আমি ভীষণ আপ্লুত। আমি ভাবতেও পারিনি, দর্শকের কাছ থেকে এমন সাড়া পাব। অনেকে সিরিজটি নিয়ে সামাজিক মাধ্যমে লিখছেন। অনেকে মাস্ক গার্ল নিয়ে মিম বানাচ্ছেন।’
ক্যারিয়ারের প্রথম সিরিজে অভিনয়ের সুযোগ পেতে অডিশনে এক হাজার তরুণীকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন লি। চূড়ান্ত হওয়ার পর নিজেই বিশ্বাস করতে পারেননি, এরপর নিজেকে ঝালিয়ে নিয়েছেন।

নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের বৈশ্বিক তালিকায় দুই সপ্তাহ ধরে শীর্ষে রয়েছে মাস্ক গার্ল। এই বছর মুক্তিপ্রাপ্ত কোরীয় সিরিজের মধ্যে সবচেয়ে আলোচিত সিরিজের একটি এটি। সিরিজটি নির্মাণ করেছেন কিম ইওন হুন।