গল্পটি হয়তো অনেকের চেনা। এক তরুণ জুটি প্রেমে পড়ে। কিন্তু সেই প্রেম মেনে নেয় না তাদের পরিবার। কিন্তু ভালোবাসা গভীর হওয়ায় পরিবারের অমতে বিয়ে করে এই প্রেমিক যুগল। এই অংশটুকু স্বাভাবিকভাবে এগোলেও পরবর্তী অংশ দর্শকদের টেনে রাখবে সিনেমাজুড়ে। ‘লাভ রিসেট’ নামের এই সিনেমা মুক্তির পর থেকে কোরিয়ান বক্স অফিসে আয়ে শীর্ষে রয়েছে।
এর আগে ‘মানি শো’, ‘দ্য লাস্ট রাইড’ সিনেমাগুলো বানিয়ে প্রশংসা পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার পরিচালক দা-জং নাম। এবার তিনি ‘লাভ রিসেট’ বানিয়ে প্রশংসা পাচ্ছেন। জানা যায়, কোরিয়ান বক্স অফিস চলতি অক্টোবরে কম আয় দেখতে হয়েছে। সেখানে একমাত্র স্থানীয় একটি রোমান্টিক গল্প দর্শকেরা দেখতে ভিড় করছেন। সিনেমাটি মুক্তির তিন সপ্তাহ পার করলেও সিনেমাটি এখনো হাজারের বেশি প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটির আয় ১ কোটি ১৬ লাখ ডলারের বেশি।
সিনেমাটি দর্শকের সাড়া পাওয়ার অন্যতম কারণ কমেডি, ভালোবাসা ও মানবিকতা একসঙ্গে তুলে ধরা হয়েছে। এই সিনেমার পরিচালক ভ্যারাইটিকে জানান, তরুণ একটি দম্পতির ভালোবাসার গল্প দর্শকদের দেখাতে চেয়েছেন। যারা বিবাহের পর বিচ্ছেদের মাঝামাঝিতে আছে। এমন সময় গাড়ি দুর্ঘটনায় তারা আহত হয় এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তারা নতুন করে স্মৃতিহীন জীবন নিয়ে বেঁচে থাকার যুদ্ধ শুরু করে যাচ্ছে। এর মধ্যেই তাদের পরিবার নানাভাবে সুস্থ করার চেষ্টা করে যাচ্ছে। তারা মনে করে, যত দ্রুত তারা সুস্থ হবে, তত তাড়াতাড়ি বিবাহবিচ্ছেদ হবে। ৩০ দিনের মধ্যে তারা বিচ্ছেদের পথে হাঁটতে চায়।’
এ ছাড়া গল্পটি দর্শকদের ভালো লাগার কারণ হিসেবে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে উল্লেখ করে, গল্পটি মননের চিত্তাকর্ষক উদ্ঘাটন করে। বিচ্ছিন্ন এক দম্পতির ভালোবাসা আবেগ ছড়িয়ে দেয়। এই প্লটটি হৃদয়ছোঁয়া গল্প বর্ণনা করে। কাঙ হা নিউল ও জাঙ সো মিনের অসাধারণ অভিনয় শুধু কোরীয়দের হৃদয় ছুঁয়ে যায়নি। সিনেমাটির ইমোশন সারা বিশ্বের দর্শকদের হৃদয়কে নাড়া দেবে।