বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ঋতু সাত্তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শবনম’। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উৎসবে নির্বাচিত হওয়া ছবির তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। উৎসবের অ্যাম্মোডো টাইগার শর্ট কম্পিটিশন ২০২৩ সিলেকশনে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম প্রকাশ করা হয়েছে। খবরটি আনুষ্ঠানিকভাবে জানতে পেরে আনন্দিত ঋতু সাত্তার।
বাংলাদেশি নির্মাতা ঋতু সাত্তারের ‘শবনম’ ছবিটি যে বিভাগে নির্বাচিত হয়েছে, একই বিভাগে ভারত, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, গ্রিস, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, স্পেনসহ বিশ্বের ২৪ দেশের চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে এবারই প্রথম জায়গা পেয়েছে ঋতু সাত্তারের ছবি, বিষয়টি এমন নয়। এর আগে ২০১৯ সালে এই পরিচালকের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হারানো সুর’ (লস্ট টিউন) একই বিভাগে এই উৎসবে জায়গা করে নিয়েছিল। ঋতু সাত্তার এ মুহূর্তে আছেন নেদারল্যান্ডসে। সেখান থেকে কথা হয় প্রথম আলোর সঙ্গে। তিনি বলেন, ‘মাসখানেক আগে খবরটি জেনেছিলাম। যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেয়, তার আগপর্যন্ত এটা নিয়ে কথা বলা ঠিক নয়। আমিও অপেক্ষা করেছি, আজ আনুষ্ঠানিকভাবে জানতে পেরে ভালো লাগছে।’
আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ইউরোপীয় দেশ নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে এ উৎসবের মূল আসর। কথায় কথায় ঋতু সাত্তার জানালেন, ‘শবনম’ ছবির কাজটি তিন বছর ধরে করেছেন তিনি। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু একটু করে কাজ করেছি। ২০১৯ সালে প্রথম শুটিং শুরু করি। পুরো শুটিং বাংলাদেশে হয়েছে। তবে এই ছবির পুরোটা আমার শুটিং করা নয়, এখানে আর্কাইভ্যাল ফুটেজও করেছি। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্য ২২ মিনিট ৩২ সেকেন্ড।’
রটারড্যাম চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল আন্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’। এ উৎসবে সিরিজটির সিনেমা সংস্করণের আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট এ উৎসবে জায়গা পেল। ‘পেট কাটা ষ’–এর নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘মর্যাদাপূর্ণ এ উৎসবে “পেট কাটা ষ”–এর আন্তর্জাতিক প্রিমিয়ার হবে জেনে আমি খুবই আনন্দিত। বাংলাদেশি ওটিটি কনটেন্টের জন্য নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই কাজের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, চরকি, লিটল বিগ ফিল্মস, এ ফর অ্যাকশন টিমকে অভিনন্দন জানাতে চাই।’