চলতি বছর দেশ-বিদেশের অনেক অভিনেত্রী মা হয়েছেন। তাঁদের অনেকেই বেবি বাম্পের ছবি দিয়ে ভক্তদের জানিয়েছেন মা হওয়ার সংবাদ। বেবি বাম্পের ছবি প্রকাশ করা তাঁদের জন্য এক প্রকার ট্রেন্ডে পরিণত হয়েছে। এই ছবিগুলোতে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করায় নেটিজেনদের তোপের মুখে পড়লেন পাকিস্তানি এক অভিনেত্রী।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আরমিনা খান। গত মাসেই তিনি ঘোষণা দেন, মা হতে যাচ্ছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। এই সংবাদ শুনে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু মন্তব্যের ঘরে নেটিজেনদের বড় একটা অংশ নেতিবাচক মন্তব্য করতে থাকেন। অনেকে তাঁর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একপর্যায়ে মন্তব্যের অপশন বন্ধ করে দেন এই অভিনেত্রী।
কিন্তু দমে যাননি এই অভিনেত্রী। তিনি পাল্টা পোস্ট করে লেখেন, ‘সত্যি বলছি, আপনাদের নেতিবাচক মন্তব্য দেখে আমি উচ্চস্বরে হেসেছি।’ তিনি আরও লেখেন, ‘সামনে আমার সন্তান যখন জন্ম নিবে, তখন সন্তান জন্মদান (ডেলিভারি) সম্পর্কে বলব। কবে, কোথায়, কীভাবে ঘটেছে—সব জানাব। এটা আমার টাইমলাইন, আপনাদের নয়।’ এরপর আরমিনা তাঁর শুভাকাঙ্ক্ষী যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাকিস্তানি অভিনেত্রী আরমিনার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০১৩ সালে ‘হাফ! ইটস টু মাচ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর পাকিস্তানি ছবি ও টেলিভিশনে অভিনয় করে জনপ্রিয়তা পান। ২০২০ সালে ব্যবসায়ী ফয়সাল খানকে বিয়ে করেন তিনি