‘ও ভাই মারো মুঝে মারো’ মিমের এই তরুণকে চেনেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণকে বলতে শুনবেন, ‘ও ভাই মারো মুঝে মারো।’ ভিডিও থেকে বক্তব্যটি কয়েক বছর ধরেই মিম হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।
বিশ্বকাপে ২০১৯ সালের ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে ৮৯ রানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচ শেষে এক টিভি ক্যামেরায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন এক পাকিস্তানি সমর্থক
ইনস্টাগ্রাম থেকে
এর পর থেকে ভিডিওটি পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ভিডিও থেকে ছবি ও বক্তব্য নিয়ে মিমের চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে সেই তরুণকে।
আলোচিত সেই তরুণের নাম মোমিন সাকিব। জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের লাহোরে। পড়াশোনা করেছেন লন্ডনের কিংস কলেজে। আলোচিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি
এক সাক্ষাৎকারে মোমিন সাকিব বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমার জীবন নয়। এটি আমার জীবনের অংশমাত্র। কিংস কলেজে পড়াশোনার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার শুরু করেছিলাম।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মোমিন সাকিবের কপাল খুলে গেছে। একের পর এক টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে ডাক পেয়েছেন তিনি। ২০২০ সালে হাম টিভির ‘বি আদব’ সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে তাঁর। এ ছাড়াও ‘রাকস–ই–বিসমিল’, ‘টিউবলাইট’সহ আরও কয়েকটি সিরিয়ালে দেখা গেছে মোমিনকে
২০২২ সালে ‘দাম মাস্তাম’ নামের সিনেমায়ও অভিষেক ঘটেছে মোমিনের। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন