পেনেলোপে ক্রুজেরও ৫০ হয়ে গেল! নব্বইয়ের দশকে এই স্প্যানিশ অভিনেত্রীর সৌন্দর্যে যাঁরা বুঁদ হয়েছেন, পেনেলোপে ৫০ পূর্ণ করতে যাচ্ছেন, এ খবর তাঁদের আশ্চর্য না করে পারেই না। আগামী ২৮ এপ্রিল ৫০ পূর্ণ করবেন তিনি। তাঁর আগে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির একটি অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন, ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
৫ জানুয়ারি ভ্যারাইটি আয়োজন করেছিল ‘টেন ডিরেক্টরস টু ওয়াচ অ্যান্ড ক্রিয়েটিভ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ব্রাঞ্চ’-এর। সেখানেই ক্রিয়েটিভ ইমপ্যাক্ট ইন অ্যাক্টিং অ্যাওয়ার্ড দিয়ে পেনেলোপেকে সম্মাননা জানানো হয়।
এ অনুষ্ঠানে ৫০ বছরের মাইলফলক পূর্ণ করা নিয়ে কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘জীবনের দ্বিতীয় পর্যায় শুরু করব, এটা ভেবে আমি খুব রোমাঞ্চিত। এই নতুন ইনিংসেও আমি অনেক কিছু শিখতে চাই। কারণ, অভিনয় এমনই একটি পেশা, যেখানে সব সময়ই শেখার মধ্যে থাকতে হয়।’
অনুষ্ঠানে নানা বিষয়ে কথা বলেন পেনেলোপে। এর মধ্যে ছিল হালের আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই)। চলচ্চিত্রে এআইয়ের ব্যবহার নিয়ে নিজের আপত্তির কথাও জানান তিনি।
নিজের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে পেনেলোপে বলেন, ‘অভিনেত্রী হব, বরাবরই এমন স্বপ্ন দেখে বড় হয়েছি। তবে এটা আমাকে সংশয়েও ফেলেছে। কারণ, আমি এমন একটি চাকরি চেয়েছিলাম, যা আপনাকে প্রেরণা জোগাবে আর সৃজনশীলতার মধ্যে রাখবে।
সব সময়ই এমন কাজের জন্য প্রার্থনা করেছি। শেষ পর্যন্ত এমন একটি পেশায় এসেছি, যা আমার স্বপ্নকেও ছাড়িয়ে গেছে। এই যে স্বপ্ন পূরণ হওয়ার অনুভূতি, এটা হারাতে চাই না।’
অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন পেনেলোপে। জানান, ভবিষ্যতে দর্শকদের ভিন্ন স্বাদের বিভিন্ন সিনেমা, তথ্যচিত্র উপহার দিতে চান তিনি।