দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্কে ইতি টানলেন কোরীয় তারকা জুটি লি ডং হি ও জুং হো ইউন। দুজনের এজেন্সি জানিয়েছে, দুজন আলাদা হয়ে গেছেন। তবে সহকর্মী হিসেবে কাজ করবেন।
২০১৬ সাল থেকে প্রেম করছিলেন তাঁরা। এই সময়ে দেশটিতে টানা ৯ বছর প্রেমের সম্পর্কে থাকার নজির খুব কম রয়েছে। শেষ পর্যন্ত সম্পর্কটি ভেঙে গেল।
দুজনই ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন। জুং হো ইউন অ্যাপল টিভি প্লাসের সিরিজ ‘ডিসক্লেইমার’—এ অভিনয় করেছেন। সঙ্গে ‘হোপ’ নামের আরেকটি সিনেমায়ও করেছেন তিনি।
লিকে টিভিএনের শো ‘রেন্টেড ইন ফিনল্যান্ড’–এ দেখা যাবে। পাশাপাশি ‘দ্য লিভস আদারস’ নামে আরেকটি সিরিজেও কাজ করেছেন লি।