দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য রোজের সঙ্গে অভিনেতা গ্যাং ডং উনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গুঞ্জনের সূত্রপাত একটি ছবিকে ঘিরে—একটি দলীয় ছবিতে রোজে ও গ্যাং ডং উনকে দেখা গেছে। ছবিতে দুজনকে একই রঙের পোশাকে দেখে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন বেশ কয়েকটি কোরিয়ান গণমাধ্যম।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ফ্যাশন হাউস বোরবেরির সাবেক ক্রিয়েটিভ পরিচালক রিকার্ডো টিসি। তাঁর আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন তারকা তাঁর বাসায় গিয়েছিলেন। কিছুক্ষণ পর ছবিটি টিসি মুছে ফেললেও ততক্ষণে ছড়িয়ে পড়েছে। গুঞ্জনটি ক্রমেই জোরালো হতেই তাতে লাগাম টেনে ধরেছে রোজের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাতে বার্তাসংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, রোজের প্রেমের খবরটি সত্যি নয়। ওয়াইজি এন্টারটেইনমেন্ট বলেছে, ‘আমরা আগেও বলেছি, আমাদের শিল্পীর ব্যক্তিগত বিষয়ে নাক গলাই না। বিশেষ করে রোজের বিষয়। তারপরও গুঞ্জনটা বেপরোয়াভাবে ছড়িয়ে পড়ায় বিবৃতিটি দিতেই হলো।’
দক্ষিণ কোরিয়ায় অভিনেতা হিসেবে বেশ পরিচিতি রয়েছে গ্যাং ডং উনের, ২০১৬ সাল থেকে ব্ল্যাকপিঙ্কের সঙ্গে আছেন রোজে।