আনিয়া টেলর-জয়। এএফপি
আনিয়া টেলর-জয়। এএফপি

কানের লালগালিচায় ‘ফিউরিওসা’ তারকা, আর যাঁরা আলো ছড়ালেন

চলছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। লালগালিচায় তারকাদের দ্যুতি, নতুন ছবির প্রিমিয়ার মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে উৎসব। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তারই এক ঝলক।
পরিচালক জর্জ মিলারের সঙ্গে ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ ছবির দুই অভিনয়শিল্পী ক্রিস হেমসওয়ার্থ ও আনিয়া টেলর-জয়। গতকাল কান উৎসবের ফটোকলে এভাবেই ছবির জন্য পোজ দেন তাঁরা। সিনেমাটি প্রদর্শিত হয়েছে আউট অব কমপিটিশন বিভাগে। ছবি: রয়টার্স
এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী আনিয়া টেলর-জয়। রয়টার্স
আগাথ রেইডিঙ্গারের নতুন সিনেমা ‘ওয়াইল্ড ডায়মন্ড’ এবার জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতা বিভাগে। আজ উৎসবের ফটোকলে পরিচালকের সঙ্গে ছবির অভিনয়শিল্পীদের দেখা যাচ্ছে। রয়টার্স
অভিনেত্রী মালু খেবিজির সঙ্গে ‘ওয়াইল্ড ডায়মন্ড’ নির্মাতা আগাথ রেইডিঙ্গার। রয়টার্স
ফটোকলে ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’ সিনেমার পরিচালক ম্যাগনাস ভন হর্নের সঙ্গে ছবির দুই অভিনেত্রী ভিক কারমেন সোন ও ট্রাইন ডারহোম। সিনেমাটি জায়গা করে নিয়েছে এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। রয়টার্স