‘নোরাহ’ সিনেমার দৃশ্য। ছবি: সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
‘নোরাহ’ সিনেমার দৃশ্য। ছবি: সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

প্রথমবারের মতো চীনের প্রেক্ষাগৃহে সৌদি সিনেমা

বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র বাজার চীনে নিজেদের সিনেমা নিয়ে যাচ্ছে সৌদি আরব। সৌদি ফিল্ম কমিশনের উদ্যোগে ২১ থেকে ২৬ অক্টোবর চীনের তিন শহর—বেইজিং, সাংহাই ও সুচৌর প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সৌদির সিনেমা।

আরব নিউজ জানিয়েছে, চলতি বছরই চীনের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিক মুক্তি পেতে পারে সৌদি আরবের সিনেমা। তার আগে চীনা দর্শকদের সৌদি সিনেমা ও গল্প সম্পর্কে ধারণা দিতেই এ উদ্যোগ।

‘নোরাহ’ সিনেমার দৃশ্য। ছবি: সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

এ উদ্যোগ চীনের চলচ্চিত্র ব্যক্তিত্ব, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক, সিনেমা উত্সাহীসহ অনেক দর্শককে আকর্ষণ করবে বলে আশা করছে সৌদি ফিল্ম কমিশন।

সৌদি ফিল্ম কমিশন জানিয়েছে, এ উদ্যোগে সৌদি আরব ও চীনের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও বৃদ্ধি পাবে।
নিজেদের সিনেমাকে বিশ্বমানের করতে নানা উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

বিনোদনজগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শুধু বিদেশি সিনেমা নয়, বক্স অফিসে ব্যবসায়িক সাফল্যও পেয়েছে সৌদি সিনেমা।

বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে দেশটির সিনেমা। ৭৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতেছে সৌদি সিনেমা ‘নোরাহ’।