৩০ বছর বয়সেই তিনি হয়েছিলেন বিশ্বসেরা পরিচালকদের একজন

বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের নাম উঠলে তাঁর নাম থাকে প্রথম সারিতে। ক্যারিয়ারে হাতে গোনা ৭টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানিয়ে এখনো চলচ্চিত্রের দুনিয়ায় আলোচিত তাঁর নাম। আজ এই পরিচালকের জন্মদিন। ছবিতে দেখা যাক কে এই পরিচালক।
তাঁর মতে, তাঁর চলচ্চিত্র তৈরি করার অন্যতম উদ্দেশ্য ছিল, তাঁর সিনেমা মানুষকে বাঁচতে একটু হলেও সাহায্য করবে। তাঁর সিনেমায় থাকবে গভীর জীবনবোধ
ফেসবুক পেজ থেকে সংগৃহীত
তিনি সোভিয়েত নিউ ওয়েভ মুভির নেতৃত্ব দিয়েছেন। এখনো তাঁকে সারা বিশ্বে স্মরণ করা হয়। ১৯৯০ সালে তাঁকে রাশিয়ার সর্বোচ্চ সম্মাননা জানানো হয়
ফেসবুক পেজ থেকে সংগৃহীত
তিনি আন্দ্রেই তারকোভস্কি। প্রথম সোভিয়েত পরিচালক হিসেবে ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিলেন
ফেসবুক পেজ থেকে সংগৃহীত
প্রথম সিনেমা ‘ইভান চাইল্ডহুড’ বানিয়েই বিশ্বজুড়ে খ্যাতি পান তিনি। শিশুদের তিনি ভিন্নভাবে সিনেমার পর্দায় এনেছেন। তারকোভস্কি মনে করতেন, শিশুরা বড়দের চেয়ে সিনেমা ভালো বোঝে
ফেসবুক পেজ থেকে সংগৃহীত
‘মিরর’ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। ৩২ বার সিনেমাটির চিত্রনাট্যের খসড়া পরিবর্তন করেছিলেন। ৩৩ বারে সেটি চূড়ান্ত হয়। পরে শুটিং শুরু করেন
সোভিয়েত নির্মাতাদের মধ্যে সিনেমার সেন্সরশিপ নিয়ে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হয়েছে তাঁকে। এমনও হয়েছে, তাঁর চিত্রনাট্য পর্যন্ত একাধিকবার নিষিদ্ধ হয়েছে। একসময় বাধ্য হয়েই তিনি সোভিয়েত ছেড়ে সিনেমা বানাতে থাকেন
তিনি ভৌতিক কার্যকলাপে বিশ্বাসী ছিলেন। শৈশবে এমন বেশ কিছু ঘটনার মুখোমুখি হয়েছেন। এটা তাঁর বেশির ভাগ সিনেমায় উঠে এসেছে
শৈশবে স্কুলের দিনগুলোয় তিনি প্রায়ই ক্লাসে সমস্যা সৃষ্টি করতেন। ক্লাসের ছাত্রদের মধ্যে তিনি ছিলেন খুবই খারাপ ছাত্র। ড্রপআউটও হয়েছিলেন। পরে তিনিই হয়েছিলেন বিশ্বসেরা পরিচালক
৩০ বছরের ক্যারিয়ারে তিনি ৭টি চলচ্চিত্র বানিয়েছেন। দুটি টেলিভিশন সিনেমা, একটি টেলিভিশন তথ্যচিত্র ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র। সর্বশেষ ‘দ্য ফাস্ট ডে’ ঘোষণা দিয়েই ক্যানসারে মারা যান
১৯৩২ সালের ৪ এপ্রিল তাঁর জন্ম। ১৯৮৬ সালের ২৯ ডিসেম্বর তিনি মারা যান। তুখোড় সব চলচ্চিত্র সমালোচক ও পরিচালকেরা বলেন, যত দিন বিশ্বে চলচ্চিত্র থাকবে, তত দিন তাঁর নাম উচ্চারিত হবে