সৌদি আরবের শীর্ষ অভিনেত্রীকে নিয়ে ৫ তথ্য

সৌদি আরবের টিভি ও চলচ্চিত্রের শীর্ষ অভিনেত্রী সুমাইয়া রিদা। দেশটির সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। তাঁর ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
টিভিতে ‘অ্যানাদার প্ল্যানেট’, ‘বক্সিং গার্লস’ ও বড় পর্দায় ‘জুনুন’, ‘রোলেম’, ‘র‍্যাপচার’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা ও সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন সুমাইয়া
 ছবি: ইনস্টাগ্রাম
এই বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন তিনি
 ছবি: ইনস্টাগ্রাম
২০১৭ সালে সৌদি টিভি শো ‘বাশার’-এ প্রথমবার অভিনয়ের সুযোগ পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। আরবির পাশাপাশি ইংরেজি ও তুর্কি ভাষায়ও পারদর্শী হওয়ায় বিভিন্ন ভাষার সিনেমায় পাওয়া গেছে তাঁকে
সুমাইয়ার জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। ১৬ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাজ্যে। পড়াশোনা শেষে দেশে ফিরে সিনেমায় ক্যারিয়ার গড়েন তিনি
অভিনয়ের সঙ্গে ফাইটিং, ঘোড়া চালনা, নাচ-গানেও পারদর্শী তিনি
হারপার’স বাজারের প্রচ্ছদে
সৌদি চলচ্চিত্র উৎসবে রিদা
ভোগ অ্যারাবিয়ার প্রচ্ছদে