শেষ হয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তবে চলছে টরন্টো চলচ্চিত্র উৎসব। তারকারা তাই ইতালি ছেড়ে ভিড় জমিয়েছেন কানাডায়। নতুন ছবির প্রিমিয়ার আর লালগালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে উৎসব। এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক উৎসব সম্পর্কে বিস্তারিত।
‘উইদআউট ব্লাড’ ছবির প্রিমিয়ারে অ্যাঞ্জেলিনা জোলি। গত রোববার রাতে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে সিনেমাটির। ওয়ার ড্রামা ঘরানার সিনেমাটির লেখক, পরিচালক ও সহপ্রযোজক জোলি, এতে অভিনয় করেছেন সালমা হায়েক। ছবি: এএফপি‘উইদআউট ব্লাড’ ছবির প্রিমিয়ারে সালমা হায়েক। ছবি: এএফপি‘দ্য অ্যাসেসমেন্ট’ ছবির প্রিমিয়ারে অ্যালিসিয়া ভিকন্দার। সায়েন্স ফিকশন থ্রিলারধর্মী সিনেমাটিতে অস্কারজয়ী সুইডিশ অভিনেত্রী ছাড়ও আছেন এলিজাবেথ ওলসেন, হিমেশ প্যাটেল, ইন্দিরা ভার্মা প্রমুখ। ছবির পরিচালক ছবি: এএফপি ৪. টরন্টো উৎসবে হিউ গ্রান্ট। ছবি: এএফপি ‘দ লাস্ট অব দ্য সি ওমেন’ সিনেমার প্রিমিয়ারে মালালা ইউসুফজাই ও সু কিম। ছবিটি নির্মাণ করেছেন কোরীয় নির্মাতা সু, অন্যতম প্রযোজক মালালা। ছবি: এএফপি টরন্টো উৎসবে হিউ গ্রান্ট। ছবি: এএফপি টরন্টো উৎসবে হাস্যোজ্জ্বল কেট ব্লাঞ্চেট। ছবি: এএফপি ‘অন সুইফট হর্সেস’ ছবির প্রিমিয়ারে ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এগার-জোন্স। ছবি: এএফপি টরন্টো উৎসবে হাজির জেনিফার লোপেজও। লোপেজ অভিনীত সিনেমা ‘আনস্টপেবল’-এর প্রিমিয়ার উপলক্ষে উৎসবে হাজির হয়েছে তিনি। ছবির অন্যতম প্রযোজক বেন অ্যাফ্লেক। কিছুদিন আগেই বেনের কাছ থেকে বিচ্ছেদের আবেদন করেছেন লোপেজ। মনে করা হচ্ছে, সে কারণেই উৎসবে যাননি বেন। ছবি: এএফপি এবারের টরন্টো উৎসব দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ কিছু। কারণ, উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘সাবা’। ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ছবিটি। এটি ছাড়াও এই বিভাগে জায়গা করে নিয়েছে আরও ২৩টি চলচ্চিত্র। ৭ ও ৮ সেপ্টেম্বর উৎসবে প্রদর্শিত হয়েছে ‘সাবা’, ছবির প্রিমিয়ারে শাড়ি পরে অংশ নেন মেহজাবীন। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে ছবির পরিচালক মাকসুদ হোসেন। ফিউশন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবির চিত্রনাট্য লিখেছেন মাকসুদ ও ত্রিলোরা খান। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। এতে মেহজাবীন ছাড়া আরও আছেন মোস্তফা মন্ওয়ার। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে