ক্রিস্টিনা পিসকোভা
ক্রিস্টিনা পিসকোভা

মডেলিং ভালোবাসেন ক্রিস্টিনা

আরেক সুন্দরী পেল দুনিয়া। বিশ্বসুন্দরীর মুকুট পেলেন সবুজ চোখের মেয়ে ক্রিস্টিনা পিসকোভা। তিনি পেশায় একজন ফ্যাশন মডেল। জন্ম ও বেড়ে ওঠা চেক প্রজাতন্ত্রে।
গত শনিবার ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ডে বসেছিল ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত আসর। জমকালো আয়োজনে তাঁকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা।

ক্রিস্টিনা পিসকোভা

২৪ বছর বয়সী ক্রিস্টিনা পিসকোভা ফ্যাশন মডেলিংয়ে পরিচিতি পেয়েছেন। জুরিখভিত্তিক মডেল এজেন্সি মেট্রো মডেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রিস্টিনা বলেছেন, ‘মডেলিংয়ের মধ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে পারছি, জীবনের নানা অভিজ্ঞতা সঞ্চয় করছি। নিজেকে ভালোবাসতে, নিজের যত্ন নিতে শিখিয়েছে মডেলিং।’
মডেলিংয়ে আসতে পরিবার ও বন্ধুদের সমর্থন পাওয়ার কথা জানিয়ে ক্রিস্টিনা বলেন, ‘আমার মা–বাবা শুরুতে একটু দ্বিধায় ছিলেন; তবে তাঁরা এখন আমাকে নিয়ে আনন্দিত। তাঁদের অকুণ্ঠ সমর্থন পেয়েই এই জায়গায় এসেছি।’

২০১৭ সালে মিলান ফ্যাশন উইক ও প্যারিস ফ্যাশন উইকে অংশ নেন এই মডেল। মডেলিংয়ের জন্য দুবাই, ইস্তাম্বুল, ভিয়েনাসহ বিশ্বের বিভিন্ন শহর ঘুরেছেন ক্রিস্টিনা।
ক্রিস্টিনা বলেন, ‘মডেলিংয়ের জন্য আমি দুনিয়ার বিভিন্ন শহর ভ্রমণ করতে পারি। মডেলিং না করলে এটা সম্ভবপর ছিল না। নতুন নতুন জায়গায় ঘুরতে ও মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি।’
মডেলিংয়ের পাশাপাশি সামাজিক কাজকর্মেও যুক্ত আছেন ক্রিস্টিনা। বিভিন্ন ভাষায়ও আছে তাঁর দখল। ঝরঝরে ইংরেজির সঙ্গে পোলিশ, স্লোভাক ও জার্মান ভাষাও বলতে পারেন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও ডিগ্রি আছে তাঁর।

ক্রিস্টিনা পিসকোভা

মিস ওয়ার্ল্ড ওয়েসবসাইটে ক্রিস্টিনার প্রোফাইলে লেখা আছে, তানজানিয়ার প্রত্যন্ত এলাকার দুস্থ শিশুদের জন্য একটি ইংরেজি মাধ্যম স্কুল উদ্বোধন করেছেন তিনি। সেটাই তাঁর জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত।
অবসরে বাঁশি আর বেহালা বাজাতেও ভালোবাসেন ক্রিস্টিনা। সাঁতার কাটতে, ঘোড়া চালনা করতেও পছন্দ করেন।
এর আগে ২০০৬ সালে বিশ্বসুন্দরীর শিরোপা জিতে নিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের তাতানা কুচারোভা। ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে প্রথম রানারআপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলিউড প্রযোজক করণ জোহর এবং সাবেক মার্কিন বিশ্বসুন্দরী মেগান ইয়ং।