পার্ক মিন জে
পার্ক মিন জে

৩২ বছরে চলে গেলেন কোরীয় অভিনেতা পার্ক

কোরীয় তারকা অভিনেতা পার্ক মিন জে মারা গেছেন। চীনে ভ্রমণকালে গত ২৯ নভেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। খবর সুম্পির

আগামীকাল বুধবার ইউহা সিউল হসপিটালের ফিউনেরাল হলে পার্ক মিন জের শেষকৃত্য হবে।

পার্কের ছোট ভাই এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তাঁকে দেখতে আসবেন।’

২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন পার্ক মিন জে। পরবর্তী সময়ে ‘লিটল উইমেন’, ‘নাম্বারস’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে খ্যাতি পেয়েছেন পার্ক। তাঁর সর্বশেষ কাজ ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’।