‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার দৃশ্য
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার দৃশ্য

গোল্ডেন গ্লোবে ‘এমিলিয়া পেরেজ’ চমক, ভারতীয় নির্মাতার ইতিহাস

মেক্সিকোর মাদকসম্রাট এমিলিয়া পেরেজ, যিনি পরে নারীতে রূপান্তরিত হন। এমন গল্প নিয়ে স্বর্ণপামজয়ী ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াঁরের নতুন মিউজিক্যাল ক্রাইম কমেডি সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। চলতি বছর কান উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন এ সিনেমার চার অভিনেত্রী। এবার ৮২তম গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছে সিনেমাটি। দুই মনোনয়ন পেয়েছে কানে আরেকটি আলোচিত সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ২৭টি বিভাগের মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও অভিনেতা মরিস চেস্টনাট। খবর ভ্যারাইটির।
এবার কমেডি অথবা মিউজিক্যাল বিভাগে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পীসহ গুরুত্বপূর্ণ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’। চলতি বছরের আরও একটি আলোচিত সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ পেয়েছে সাতটি শাখায় মনোনয়ন।

‘এমিলিয়া পেরেজ’ এর দৃশ্য। আইএমডিবি

সেরা অভিনেতা (ড্রামা) মনোনয়ন পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি, টিমোটি শ্যালামে, ড্যানিয়েল ক্রেগ, কোলম্যান ডমিঙ্গো, র‌্যালফ ফাইনেস ও সেবাস্তিয়ান স্তান। সেরা অভিনেত্রী (ড্রামা) মনোনয়ন পেয়েছেন পামেলা অ্যান্ডারসন, অ্যাঞ্জেলিনা জোলি, নিকোল কিডম্যান, টিলডা সুইনটন, ফার্নান্দা তোরেস ও কেট উইন্সলেট।
তবে গোল্ডেন গ্লোবে দুই মনোনয়ন বাগিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। চলতি বছরের কান উৎসবে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রি জিতেছিল সিনেমাটি। গোল্ডেন গ্লোবে সেরা অ-ইংরেজিভাষী সিনেমা ও সেরা নির্মাতা বিভাগে মনোনীত হয়েছে সিনেমাটি।
সেরা নির্মাতা বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন জ্যাক অদিয়াঁর, শন বেকার, এডওয়ার্ড বার্গার, ব্র্যাডি কোর্বেট ও কোরালি ফারজাঁ।

টেলিভিশন বিভাগের সর্বোচ্চ পাঁচটি মনোনয়ন পেয়েছে ‘দ্য বিয়ার’। ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ ও ‘শোগান’ পেয়েছে চারটি করে মনোনয়ন। আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবের ৮২তম আসর।
মনোনয়ন তালিকা ও বিজয়ী নির্বাচনে ভোট দিয়ে থাকেন বিভিন্ন দেশের সাংবাদিকেরা। এবারের আসরে বাংলাদেশ থেকে ভোটার হিসেবে কাজ করছেন চারজন।

তাঁরা হলেন প্রথম আলোর মনজুরুল আলম, চরকির আদর রহমান, বাংলা ট্রিবিউনের জনি হক, ঢাকা ট্রিবিউনের সাদিয়া খালিদ।
১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। অনুষ্ঠানটির বর্তমান স্বত্বাধিকারী ও প্রযোজক ডিক ক্লার্ক প্রোডাকশনস।