মনিকার চুমু, সমুদ্রে আলভেতি, আর যা দেখা গেল ভেনিসে
আজ বুধবার শুরু হচ্ছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসর। পৃথিবীর সবচেয়ে পুরোনো এ উৎসব চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে হাজির হতে শুরু করেছেন তারকারা। প্রথম দিনে কারা এলেন, দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে
বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সিনেমা ‘বিটলজুস বিটলজুস’ দিয়ে শুরু হচ্ছে ভেনিস চলচ্চিত্র উৎসব। ছবির ফটোকলে দেখা যাচ্ছে অভিনেতা উইলেম ড্যাফোকে। এএফপি