তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি
তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি

মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত অভিনেতা বালাজি

ভারতীয় বিনোদনজগতে আবার শোকের ছায়া। মারা গেছেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। গতকাল শুক্রবার রাতে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। অসুস্থবোধ করলে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার বালাজির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ভারতীয় চলচ্চিত্র-বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। এক্সে তিনি লেখেন, ‘ড্যানিয়েল বালাজি। একজন দুর্দান্ত অভিনেতা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গভীর রাতে মারা গিয়েছেন। “ভেট্টইয়াডু ভিলায়াডু”, “পোলাধবন”—খল চরিত্রে তাঁর কণ্ঠ ও অভিনয় কে ভুলতে পারে!’

ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর শুনে তাঁর অনুরাগী ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলের মাধ্যমে বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লিখেছেন, ‘খুবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনি অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

মঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু ড্যানিয়েল বালাজির। ‘মাধাথিল’ চলচ্চিত্রের মাধ্যমে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে তাঁর অভিষেক। তামিল ছবিতে মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত তাঁকে। একের পর এক ছবিতে দুরন্ত অভিনয়ে খুব অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করেছিলেন ড্যানিয়েল বালাজি। গৌতম মেনন ও সুরিয়া-জ্যোতিকার ‘কাখা কাখার’ ছবিটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।

পরবর্তী সময়ে তিনি ‘বিধি মাধি উল্টা’, ‘পোলাধবন’-সহ আরও কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেন। বালাজি কয়েকটি মালয়ালম, তেলেগু ও কন্নড় সিনেমাতেও কাজ করেছেন। কমল হাসানের সঙ্গে ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল বালাজি। কমল হাসানও ব্যক্তিগতভাবে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন।