আমি মৃণাল সেনকে পুজো করিনি এই সিনেমায়, একটা মানুষ হিসেবে দেখিয়েছি: অঞ্জন দত্ত

অঞ্জন দত্ত। ছবি : তানভীর আহাম্মেদ
অঞ্জন দত্ত। ছবি : তানভীর আহাম্মেদ

তখন চলচ্চিত্রকার মৃণাল সেন জীবিত ছিলেন। সে সময় এই খ্যাতিমান পরিচালকের সহকারী অঞ্জন দত্ত চেয়েছিলেন প্রিয় নির্মাতাকে পর্দায় তুলে ধরতে। তাতে সায় ছিল মৃণালের। তবে যেভাবে তিনি মৃণালকে কাছ থেকে দেখেছেন, সেটাই তুলে ধরতে বলেন নির্মাতা। পরে আর সেই অর্থে গুরুকে নিয়ে কাজ করা হয়নি অঞ্জনের। এই নিয়ে আফসোস ছিল অঞ্জন দত্তের।

এরপর কেটে গেছে দুই যুগের বেশি সময়। গানের বাইরে সিনেমা নির্মাতা হিসেবে খ্যাতি পেলেও দীর্ঘদিন ধরে মাথায় গেঁথে থাকা মৃণাল সেনের গল্পগুলো ঘুরছিল। একসময় নিজেই অর্থায়ন করে গুরুর শতবর্ষে নিয়ে আসেন সিনেমা ‘চালচিত্র এখন’। সেই সিনেমার গত বছর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় কলকাতায়। পুরস্কারও পেয়েছিল সিনেমাটি। শুক্রবার সিনেমাটি দেখানো হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটির বাংলাদেশ প্রিমিয়ারের পর পরিচালক অঞ্জন দত্ত সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘আমি মৃণাল সেনকে পুজো করিনি।’

অঞ্জন দত্ত। ছবি : তানভীর আহাম্মেদ

অঞ্জন দত্ত বলেন, ‘আমি গান লিখেছি, সিনেমা বানিয়েছি, নাটক করেছি কিন্তু মৃণাল সেন কখনোই কাজে আসেনি অর্থাৎ আমার কাজে রিফ্লেক্ট হয়নি। কিন্তু তিনি এমন একজন মানুষ, তাঁর সঙ্গে দীর্ঘদিন থেকে দূর থেকেও চিনেছি। কাউকে দূর থেকে না চিনলে কোনো কাজ করা উচিত নয়। ব্যক্তিগতভাবে তাঁকে আমি চিনি। তাঁকে নিয়ে দীর্ঘ একটা সময় ধরে গল্প লিখছিলাম। এর মধ্যেই শতবর্ষ উদযাপন চলে এল। আমার ভেতর থেকে মনে হলো, কিছু না করলে অন্যায় হবে। তখন শুরু হলো গল্পের কাজ। একসময় আমি গল্পটি পেয়ে গেলাম।’

সিনেমাটির পোস্টার। ছবি: ফেসবুক

সিনেমাটিতে উঠে এসেছে, অঞ্জন কাছ থেকে মৃণাল সেনকে কীভাবে দেখতেন, সেই ভাবনা। আরোপিত কোনো কিছু করতে চাননি। চ্যালেঞ্জিং এই সিনেমার নির্মাণ নিয়েও ভাবনায় পড়েন। দীর্ঘ সময় ধরে অভিনেতা খুঁজেছেন। পরে নিজের অর্থায়নেই গুরুকে ট্রিবিউট দেন।
কিন্তু মৃণাল সেন মানে বৃহৎ এক অধ্যায়। সেখানে কোন কোন গল্প তুলে ধরবেন, সেটা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, ‘আমি গল্পটা একটা সময়ের মধ্যে আবদ্ধ রেখে দিতে চাইছি না। আমি অনেক কিছুই করেছি, যেটা নিজের মতো করে নির্মাণ না করলে আমাকে করতে দেওয়া হতো না। আমি মৃণাল সেনকে পুজো করিনি এই সিনেমায়। একটা মানুষ হিসেবে দেখিয়েছি। তিনি কতটুকু মজার মানুষ, তাঁর জীবনযাপন কেমন ছিল, তাঁর অভ্যাস—খুঁটিনাটি বিষয়গুলো উঠিয়ে এনেছি। এসবই আমার কাছ থেকে দেখা।’

সিনেমাটির একটি দৃশ্য। ছবি: ফেসবুক

ঢাকায় সিনেমাটির প্রদর্শনী নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অঞ্জন দত্ত। কারণ, তিনি মনে করেন, তাঁর ৫০ ভাগ দর্শক বাংলাদেশের। তিনি এসব দর্শকের জন্য কাজ করেন। দর্শকেরা তাঁর কাজ গ্রহণ করেন, এটাই তাঁর বড় পাওয়া। তিনি বলেন, ‘আমার এই ৭০ বছর বয়সে এসে খুবই আনন্দ হচ্ছে, আমি সততার সঙ্গে কাজটি করেছি। অন্য কারও টাকা হলে হয়তো এভাবে সিনেমাটি নির্মাণ করতে পারতাম না।’ অঞ্জন দত্ত নিজেই ‘চালচিত্র এখন’ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমায় আরও অভিনয় করেছেন শাওন চক্রবর্তী, সুপ্রভাত দাস, বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ।