অভিনেতা নাইন নাফাত ও অভিনেত্রী বাইফার্ন পিমচানোক
অভিনেতা নাইন নাফাত ও অভিনেত্রী বাইফার্ন পিমচানোক

থাই তারকা জুটির প্রেম ভাঙল

থাই চলচ্চিত্র ও ড্রামার তারকা অভিনেতা নাইন নাফাত ও অভিনেত্রী বাইফার্ন পিমচানোকের দুই বছরের প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে। খবর দ্য নেশন হেরাল্ডের

গত মে মাসে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন এই জুটি। সেখান থেকে ফেরার পরপরই দুজনের সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত মে মাসে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন এই জুটি

বিষয়টি নিয়ে বিস্তর চর্চায় গত বৃহস্পতিবার ব্যাংককের একটি হোটেলে ডাকা সংবাদ সম্মেলনে অভিনেতা নাইন নাফাত জানান, প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। তবে দুজনের বন্ধুত্ব অটুট থাকবে।

কেন আলাদা হলেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে।

এই অভিযোগ নাকচ করেছেন নাইন নাফাত। এক ইনস্টাগ্রাম পোস্টে ২৮ বছর বয়সী এই তারকা অভিনেতা লিখেছেন, ‘আমরা কেউ কারও ওপর ক্ষুব্ধ নই। আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষের আবির্ভাব ঘটেনি। এটি (বিচ্ছেদ) নিয়ে আমার কোনো খেদ নেই। তিনি (বাইফার্ন) দুনিয়ার সেরা নারী।’

২০২২ সালে আনুষ্ঠানিকভাবে প্রেমের সম্পর্কের ঘোষণা দেন এই জুটি

বাইফার্ন পিমচানোকের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে বলে জানান তিনি।
প্রেমের বিচ্ছেদ নিয়ে ১১ জুলাই আরেক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরবেন ৩১ বছর বয়সী অভিনেত্রী বাইফার্ন।

২০১৯ সালে ‘ফ্রেন্ডজোন’ সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে প্রেমের সম্পর্কের ঘোষণা দেন এই জুটি।