‘আরআরআর’–এর শুটিংয়ে রাজামৌলি
‘আরআরআর’–এর শুটিংয়ে রাজামৌলি

অস্কারের রিমাইন্ডার তালিকায় ভারতের ৯ সিনেমা

গত বছরের শেষ ভাগে অস্কারের ৯৫তম আসরের চূড়ান্ত মনোনয়নের দৌড়ে টিকে থাকা সিনেমার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশের আগে এবার ৩০১টি সিনেমার রিমাইন্ডার তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল সোমবার প্রকাশিত তালিকায় ভারতের ৯টি সিনেমা, ১টি তথ্যচিত্র ও ১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা জায়গা পেয়েছে।

চূড়ান্ত মনোনয়নের তালিকা থেকে কার হাতে উঠবে কাঙ্ক্ষিত পুরস্কার, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী ১২ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আলোঝলমলে আয়োজনে বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সিনেমার মধ্যে রয়েছে নির্মাতা পান নলিনের গুজরাটি সিনেমা ‘ছেল্লো শো (দ্য লাস্ট শো)’, এস এস রাজামৌলির তেলেগু সিনেমা ‘আরআরআর’, সঞ্জয় লীলা বানসালির হিন্দি সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’, বিবেক অগ্নিহোত্রীর হিন্দি সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’, ঋষভ শেঠির কন্নড় সিনেমা ‘কানতারা’, নির্মাতা নিপুণ ধর্মাধিকারীর মারাঠি সিনেমা ‘মে বাসান্তরাও’, সঞ্জয় মাধবরাওয়ের ‘তুঝিয়ে সাথি কাহি হ্যায়’, আর মাধবনের ‘রকেট্রি: দ্য নামবি ইফেক্ট’, আর পার্থিবনের তেলেগু সিনেমা ‘ইরাভিন নিজাল’।

১৯৫৭ ও ১৯৮৮ সালে ‘মাদার ইন্ডিয়া’ ও ‘সালাম বম্বে’ অস্কারে মনোনয়ন পেয়েছিল। তারপর দীর্ঘ বিরতির পর ২০০১ সালে বিদেশি ভাষার ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছিল আমির খান অভিনীত ‘লগান’। এর মধ্যে আর কোনো ভারতীয় সিনেমা মনোনয়ন পায়নি।
দ্য কাশ্মীর ফাইল সিনেমার পোস্টার

তথ্যচিত্র বিভাগে রয়েছে ‘অল দ্যাট ব্রিদস’ ও স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে রয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপার্স’। এর বাইরে ‘আরআরআর’ সিনেমার গান ‘নাতু নাতু’ প্রথম কোনো ভারতীয় গান হিসেবে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। সেরা গানের পাশাপাশি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য লড়বে সিনেমাটি।
১২ থেকে ১৭ জানুয়ারি প্রায় ১০ হাজার ভোটারের ভোটের মাধ্যমে অস্কারের বিভিন্ন বিভাগের চূড়ান্তভাবে মনোনয়নপ্রাপ্ত সিনেমা, অভিনয়শিল্পী, পরিচালকের নাম চূড়ান্ত করা হবে। ভোটের ভিত্তিতে ২৩ জানুয়ারি চূড়ান্তভাবে মনোনয়নপ্রাপ্ত পাঁচ সিনেমা, পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলীদের তালিকা প্রকাশ করা হবে।

গাঙ্গুবাই চরিত্রে আলিয়া ভাট

চূড়ান্ত মনোনয়নের তালিকা থেকে কার হাতে উঠবে কাঙ্ক্ষিত পুরস্কার, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী ১২ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আলোঝলমলে আয়োজনে বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
১৯৫৭ ও ১৯৮৮ সালে ‘মাদার ইন্ডিয়া’ ও ‘সালাম বম্বে’ অস্কারে মনোনয়ন পেয়েছিল। তারপর দীর্ঘ বিরতির পর ২০০১ সালে বিদেশি ভাষার ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছিল আমির খান অভিনীত ‘লগান’। এর মধ্যে আর কোনো ভারতীয় সিনেমা মনোনয়ন পায়নি। সর্বশেষ কয়েক বছরে সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি কোনো ভারতীয় সিনেমার। এবার বেশ কিছু সিনেমা সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হওয়ায় আশার পালে হাওয়া দেখছেন ভারতীয় দর্শকেরা।
ভারত থেকে তথ্যচিত্র বিভাগে ৯৪তম অস্কারে মনোনয়ন পেয়েছিল ‘রাইটিং উইথ ফায়ার’। তবে কোনো পুরস্কার পায়নি। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সুস্মিত ঘোষ ও রিন্টু থমাস।