বিচ্ছেদ চাইলেন অভিনেত্রী ও গায়িকা বেলা

সিঙ্গাপুরের অভিনেতা আলিফ আজিজের সঙ্গে আট বছরের সংসারজীবনের ইতি টানছেন সিঙ্গাপুরের গায়িকা ও অভিনেত্রী বেলা আস্তিলা।
১৩ মার্চ কুয়ালালামপুরের শরিয়াহ আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন ২৯ বছর বয়সী গায়িকা বেলা। ২০১৬ সালে ৩৩ বছর বয়সী আলিফকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বেলা বলেন, ‘বিচ্ছেদই আমাদের জন্য সবচেয়ে ভালো সমাধান। আমি তাঁকে অনেক সুযোগ দিয়েছি। এখন বিচ্ছেদের বিকল্প নেই। আশা করছি, শিগগিরই আমাদের বিচ্ছেদ ঘটবে।’
মালয়েশিয়ার আরেক জনপ্রিয় গায়িকা দিদি আস্তিলার ছোট বোন বেলা শৈশব থেকেই গান করেন। বোনের সঙ্গে শিশুতোষ গান করে পরিচিতি পেয়েছেন তিনি
২০২০ সালের ২৭ মার্চ তাঁর প্রথম একক গান ‘তেনাং’ প্রকাশ করেছেন তিনি
গানের পাশাপাশি অভিনয়ে ‘ড্রিম ডক্টর’, ‘স্মল চেয়ার’, ‘ট্রাশ স্কুল’সহ বিভিন্ন টেলিফিল্মে অভিনয় করেছেন বেলা