কোরিয়ান সিরিজ ‘আলকেমি অব সোলস’–এর প্রথম কিস্তি প্রচারের মধ্যেই তুমুল আলোচনা চলছে বিশ্বজুড়ে। সিরিজটি নেটফ্লিক্সে আসার পর বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে। নেটফ্লিক্সে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশিবার দেখা সিরিজের তালিকায় উঠে এসেছে ‘আলকেমি অব সোলস’। চলতি বছরের জুনে প্রচারে আসা ২০ পর্বের সিরিজের প্রথম কিস্তির শেষ পর্ব প্রচার হবে ২৮ আগস্ট।
প্রথম সিজন শেষ হওয়ার আগেই দ্বিতীয় সিজনের অপেক্ষায় আছেন দর্শকেরা। অনেকেরই ঘুরেফিরে প্রশ্ন—দ্বিতীয় কিস্তি আসছে কবে? দক্ষিণ কোরিয়ার নিউজ পোর্টাল সুম্পি জানিয়েছে, দ্বিতীয় কিস্তির শুটিং চলছে, শিগগিরই দৃশ্যধারণ শেষ হবে। ডিসেম্বরেই শুরু হবে প্রচার।
‘দেইহো’ নামের একটি কাল্পনিক জাতিকে তুলে আনা হয়েছে এ সিরিজে, যে দেশের কোনো অস্তিত্ব ইতিহাসে কিংবা মানচিত্রে নেই। যেখানে জাদুর বলে এক চরিত্রের সঙ্গে আরেক চরিত্রের আত্মার অদল–বদল ঘটে। হোং সিস্টার্সের রচনায় সিরিজটি পরিচালনা করেছেন পার্ক জুন হোয়া। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন লি উক, জুং সু মিন ও হোয়াং মিন হুন।
দ্বিতীয় সিজনের কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী বদল হওয়ার গুঞ্জন রয়েছে। বিষয়টি নিয়ে প্রডাকশন টিম জানিয়েছে, এখনো প্রথম কিস্তির দুটি পর্ব প্রচারের অপেক্ষায় রয়েছে। ফলে বিষয়টির উত্তর দেওয়া খুব কঠিন। কয়েক দশক ধরে বিশ্বজুড়ে কোরিয়ান টিভি সিরিজ রাজত্ব করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কোরিয়ান সিরিজগুলো বেশ জনপ্রিয়।