সন্ধ্যায় দেখানো হবে গত বছরের আলোচিত ছবি ‘প্রিয়তমা’, সকাল ১০টায় দেখানো হবে ‘ঘুড্ডি’
সন্ধ্যায় দেখানো হবে গত বছরের আলোচিত ছবি ‘প্রিয়তমা’, সকাল ১০টায় দেখানো হবে ‘ঘুড্ডি’

সকালে ‘ঘুড্ডি’, সন্ধ্যায় ‘প্রিয়তমা’

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-ছাত্র মিলনায়তন কেন্দ্রে (টিএসসি) গত সোমবার থেকে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩০’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দেখানো হচ্ছে চারটি করে সিনেমা। এই ধারাবাহিকতায় আজ বুধবার উৎসবে দর্শক দেখতে পারবেন যথারীতি চারটি সিনেমা।
আজ সকাল ১০টায় দেখানো হবে প্রয়াত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর ‘ঘুড্ডি’, বেলা ১টায় থাকছে ঋতুপর্ণা ঘোষের ‘আবহমান’ এবং বেলা সাড়ে ৩টায় দেখানো হবে ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’।

সন্ধ্যায় দেখানো হবে গত বছরের আলোচিত ছবি ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ছবিটির শো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। টিএসসি গেটের সামনে ৫০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে যে কেউ ছবিগুলো দেখতে পারবেন।
২০০২ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘ভাষা আন্দোলনের ৫০ বছর: চলচ্চিত্রে বাংলার মুখ’ শিরোনামে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল।

সেই আয়োজনই আজ পরিচিতি পেয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ নামে। ২০০২ সাল থেকে এ উৎসবের ২১টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবার বসেছে উৎসবের ২২তম আসর।