শুধু নির্মাণ নয়, অভিনয়ও করেছিলেন ঋত্বিক

আজন্ম বিপ্লবী। তাঁর ক্যামেরা সে বয়ান দিয়েছে। মৃত্যুর আগপর্যন্ত জীবনে এতটুকু ছাড় দেননি। নিজস্ব বিশ্বাস আর আইডিওলজি তুলে এনেছেন তাঁর ছবিতে। ছন্নছাড়া, পাগলাটে নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৬ ফেব্রুয়ারি ছিল প্রয়াণদিবস।

বাংলা চলচ্চিত্রের সেরা চলচ্চিত্রকারের কথা বললে প্রথমেই হয়তো এসে যায় সত্যজিৎ রায়ের নাম। কিন্তু বাংলা চলচ্চিত্রের ত্রিরত্ন কেউই কারও থেকে কম ছিলেন না। তাঁরা তুলনীয় নন। বাংলা চলচ্চিত্রের আকাশে তিন তারা। ঋত্বিক কুমার ঘটক তাঁদের একজন
সংগৃহীত
ঋত্বিক ঘটক বললেই যে ছবির কথা সবচেয়ে বেশি চোখে ভাসে, সেটি ‘মেঘে ঢাকা তারা’। এই ছবিতে সুপ্রিয়া দেবীর অভিনয় বাংলা চলচ্চিত্রে সব সময়ই উদাহরণ হয়ে থাকবে
নিমাই ঘোষের ‘ছিন্নমূল’ ছবিতে অভিনয় করেছিলেন ঋত্বিক ঘটক। এ ছাড়া তাঁর ‘সুবর্ণরেখা’, ‘তিতাস একটি নদীর নাম’ও ‘যুক্তি তক্কো আর গপ্পো’তে অভিনয় করেছিলেন এই পরিচালক
জীবনে মোট আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছিলেন ঋত্বিক ঘটক। প্রতিটি ছবিই পেয়েছে প্রশংসা
সুরমা ঘটক ও ঋত্বিক ঘটক। ১৯২৫ সালে জন্ম নেওয়া এই চলচ্চিত্র পরিচালক মারা যান ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি