বাফটা মনোনয়ন

এগিয়ে ‘ডুন’

সাই ফাই ছবি ‘ডুন’ ১১টি মনোনয়ন পেয়ে দ্য ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বাফটার এবারের আসরের শীর্ষে রয়েছে
সংগৃহীত

দুনি ভিলনাভের সাই ফাই ছবি ‘ডুন’ ১১টি মনোনয়ন পেয়ে দ্য ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বাফটার এবারের আসরের শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার মনোনয়ন ঘোষণা করে আয়োজক কর্তৃপক্ষ। আগামী ১৩ মার্চ বসবে এই জমকালো আসর। এ ছাড়া ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ও ‘বেলফাস্ট’ আটটি ও ছয়টি করে মনোনয়ন পেয়েছে।

পুরো মনোনয়ন তালিকা:
বেস্ট ফিল্ম
বেলফাস্ট
ডোন্ট লুক আপ
ডুন
লিকরিশ পিজ্জা
দ্য পাওয়ার অব দ্য ডগ

আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম
আফটার লাভ
আলি অ্যান্ড এভা
বেলফাস্ট
বয়লিং পয়েন্ট
সিরানো
এভরিবডিস টকিং অ্যাবাউট জেমি
হাউস অব গুচি
লাস্ট নাইট ইন সোহো
নো টাইম টু ডাই
পাসিং

ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে মনোনীত হয়েছে ‘ড্রাইভ মাই কার’

ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ
ড্রাইভ মাই কার
দ্য হ্যান্ড অব গড
প্যারালাল মাদার্স
পেটি মামো
দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড

ডকুমেন্টারি
বিকামিং কুস্তো
কাউ
ফ্লি
দ্য রেসকিউ
সামার অব সৌল
এনিমেটেড ফিল্ম
এনকান্টো
ফ্লি
লুকা
দ্য মিচেল ভার্সেস দ্য মেশিনস

ডিরেক্টর
আফটার লাভ, আলিম খান
ড্রাইভ মাই কার, রিয়ুসুকে হামাগুচি
হ্যাপেনিং, অড্রে দিওয়ান
দ্য পাওয়ার অব গড, জেন ক্যাম্পিয়ন
তিতান, জুলিয়া দুকুরনো

লিডিং অ্যাকট্রেস
লেডি গাগা
আলানা হাইম
এমিলিয়া জোনস
রেনাটা রেইনজভে
জোয়ানা স্ক্যানলান
টেসা থম্পসন

লিডিং অ্যাকট্রেস শাখায় মনোনয়ন পেয়েছেন লেডি গাগা

লিডিং অ্যাক্টর
আদিল আখতার
মাহেরসালা আলি
বেনেডিক্ট কাম্বারব্যাচ
লিওনার্দো ডিক্যাপ্রিও
স্টিফেন গ্রায়াম
উইল স্মিথ