পছন্দের অভিনেতাদের মধ্যে কাকে এগিয়ে রাখছেন মোশাররফ করিম

লাখো ভক্তের প্রিয় অভিনেতা মোশাররফ করিম। সেই তারকার কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী কারা? এ প্রশ্নে কিছু নীরব হলেন তিনি। ভেবে বললেন, এই তালিকা দীর্ঘ। বলতে একটু সময় লাগবে। এরপর একে একে তিনি বলতে থাকেন পছন্দের অভিনেত্রীদের নাম। পরে তিনি শোনালেন পছন্দের অভিনেতাদের নাম। ছবিতে দেখুন তাঁর পছন্দের অভিনেতাদের।
পছন্দের তালিকায় শীর্ষে কাকে রাখলেন এই তারকা। শোনালেন তাঁর গুরু অভিনেতা তারিক আনাম খানের কথা। যাঁর হাত ধরে অভিনয়ে পথচলা শুরু। তাঁকে পছন্দের তালিকায় শীর্ষে রাখলেন। ছবি: প্রথম আলো
পছন্দের তালিকায় শীর্ষে কাকে রাখলেন এই তারকা। শোনালেন তাঁর গুরু অভিনেতা তারিক আনাম খানের কথা। যাঁর হাত ধরে অভিনয়ে পথচলা শুরু। তাঁকে পছন্দের তালিকায় শীর্ষে রাখলেন। ছবি: প্রথম আলো
একসঙ্গে খুব বেশি নাটকে অভিনয় করা না হলেও যাঁদের মঞ্চনাটক দেখে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মেছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আলী যাকের। প্রয়াত এই অভিনেতার অভিনয়ে অনেকবার মুগ্ধ হয়েছেন মোশাররফ করিম।
যাঁদের অভিনয় দেখে বহু অভিনয়শিল্পী অভিনয়ে আসতে চেয়েছেন, এসব অভিনয়শিল্পীর মধ্য প্রায়ই নাম শোনা যায় আবুল হায়াতের। এই অভিনেতার অভিনয় পছন্দ করেন মোশাররফ।
মঞ্চে হুমায়ুন ফরীদির কিছু কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন মোশাররফ। পরে নাটক, সিনেমায় বেশ কিছু কাজ দেখেছেন। মোশাররফ জানালেন, পছন্দের অভিনেতাদের মধ্যে হুমায়ুন ফরীদি রয়েছেন।
আরেক প্রয়াত অভিনেতা খালেদ খান ‘ছি ছি ছি তুমি এত খারাপ’ সংলাপ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই অভিনেতাও রয়েছেন মোশাররফ করিমের পছন্দের তালিকায়।
অভিনেতা আফজাল হোসেনের অভিনয় পছন্দ করেন মোশাররফ করিম।
একসঙ্গে অনেক নাটক–সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবু ও মোশাররফ করিমকে। এই অভিনেতাসহ আরও অনেকে মোশাররফের পছন্দের তালিকায় রয়েছেন।