নিউইয়র্কের রোদ দেখে আরাম ভাববেন না...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
কনসার্টে অংশ নিতে এখন চট্টগ্রামে আছেন সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া। চট্টগ্রামের প্রবর্তক মোড়ে এলআরবির প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে গিটারের ভাস্কর্য বসানো হয়েছে। চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর সেই গিটার ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে স্থিরচিত্র পোস্ট করে পার্থ বড়ুয়া লিখেছেন, ‘প্লিজ...। খবরদার।’
কনসার্টে অংশ নিতে এখন চট্টগ্রামে আছেন সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া। চট্টগ্রামের প্রবর্তক মোড়ে এলআরবির প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে গিটারের ভাস্কর্য বসানো হয়েছে। চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর সেই গিটার ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে স্থিরচিত্র পোস্ট করে পার্থ বড়ুয়া লিখেছেন, ‘প্লিজ...। খবরদার।’
গেল বছরের শেষ দিকে জানা যায়, ‘মাতাল হাওয়া’ নামে একটি ছবির কাজ করতে যাচ্ছেন শাবনূর, যে ছবি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। শাবনূরের সঙ্গে চয়নিকার বন্ধুত্বও তৈরি হয়। তাঁদের একসঙ্গে নানা জায়গায় ঘুরতেও দেখা গেছে। আজ চয়নিকা চৌধুরীর জন্মদিন উপলক্ষে শাবনূর এ স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন চয়নিকা আপু।’
গায়িকা দিঠির বাবা দেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। বাবার লেখা একটি গানের এই লাইনগুলো ‘আমায় যদি প্রশ্ন করে, আলো নদীর কোন দেশ, বলব আমি বাংলাদেশ’ ফেসবুকে পোস্ট করে সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি স্থিরচিত্র। সবাইকে জানিয়েছেন বিজয়ের মাসের শুভেচ্ছা।
চলচ্চিত্রের খল চরিত্রের অভিনেতা মিশা সওদাগর এ স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শিক্ষিত হওয়ার সাথে সৎ হওয়া জরুরি। এতে দেশের উপকার হবে, দশের উপকার হবে।’
চিত্রনায়িকা অপু বিশ্বাস একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘নীল নীল নীলাঞ্জনা চোখ দুটো টানা টানা।’
চিত্রনায়ক সাইমন সাদিক এখন আছেন নিউইয়র্কে। মাঝে কয়েক দিন তুরস্কে ঘোরাঘুরি করেছেন। নিউইয়র্কের রাস্তায় কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘নিউইয়র্কের রোদ দেখে আরাম ভাববেন না! তাপমাত্রা মাত্র মাইনাস টু।’