বিশ্বজুড়ে আলোচিত দক্ষিণ কোরিয়ার ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় মৌসুমের ঘোষণা আগেই দিয়েছে নেটফ্লিক্স। এবার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। খবর দ্য কোরিয়া হেরাল্ডের
রোববার নেটফ্লিক্স কোরিয়া জানিয়েছে, দ্বিতীয় মৌসুমে থাকছেন ইয়েম সিওয়ান, কাং হানেউল, পার্ক সাং–হুন ও ইয়াং ডং–জান।
নেটফ্লিক্সের থ্রিলার সিরিজ ‘আনলকড’–এ অভিনয় করে আলোচিত হয়েছেন ইয়েম। নেটফ্লিক্সের আরেক আলোচিত সিরিজ ‘দ্য গ্লোরি’–তে খল চরিত্রে অভিনয় করেছেন পার্ক। কাং ২০১৯ সালে প্রচারিত ‘হোয়েন দ্য ক্যামেলিয়া ব্লুমস’ সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন। নেটফ্লিক্সের আরেক সিরিজ ‘ইয়াকশা: রুথলেস অপারেশনস’–এ পাওয়া গেছে ইয়াংকে।
প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে থাকবেন অভিনেতা লি জং-জা, এই সিরিজে অভিনয় করে প্রথম কোনো কোরিয়ান অভিনেতা হিসেবে এমি অ্যাওয়ার্ড পেয়েছেন লি। দ্বিতীয় মৌসুমে আরও থাকছেন লি বিয়োন হান, পি হা জুন ও গং ইয়ো।
দ্বিতীয় মৌসুমের দৃশ্যধারণ বছরের শেষ ভাগে শুরু হবে। থ্রিলার সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক।
জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্পে নির্মিত হয়েছে সিরিজের প্রথম মৌসুম। এতে দেখা গেছে, ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। খেলায় জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার; হারলে মৃত্যু।
২০২১ সালের সেপ্টেম্বরে সিরিজের প্রথম মৌসুম মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে, মুক্তির মাত্র ২৮ দিনের ব্যবধানে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখা হয় সিরিজটি।
স্কুইড গেম বাণিজ্যিকভাবে সাফল্য পাওয়ার পর দক্ষিণ কোরিয়াতে কয়েক গুণ বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। আগামী চার বছরের জন্য আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।