‘নোনা পানি’ সিনেমার দৃশ্য
‘নোনা পানি’ সিনেমার দৃশ্য

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

‘নোনা পানি’, ‘চালচিত্র এখন’সহ যেসব সিনেমা দেখতে পারেন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ঢাকার সিনেমা ‘নোনা পানি’। খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা সৈয়দা নিগার বানু। দ্বাবিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ সিনেমাটির ঢাকা প্রিমিয়ার হচ্ছে। আজ সন্ধ্যা সাতটায় ঢাকার জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সিনেমাটি প্রদর্শিত হবে। আগ্রহী দর্শকেরা বিনা মূল্যে সিনেমাটি দেখতে পারেন।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ঢাকার সিনেমা ‘নোনা পানি’। খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা সৈয়দা নিগার বানু। দ্বাবিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ সিনেমাটির ঢাকা প্রিমিয়ার হচ্ছে। আজ সন্ধ্যা সাতটায় ঢাকার জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সিনেমাটি প্রদর্শিত হবে। আগ্রহী দর্শকেরা বিনা মূল্যে সিনেমাটি দেখতে পারেন।
সিনেমাটি নিয়ে পরিচালক সৈয়দা নিগার বানু বলেন, ‘আমরা আশা করছি, সিনেমাটি বাংলাদেশের সুন্দরবন–সংলগ্ন সাধারণ মানুষের না বলা গল্প বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবে।’ সিনেমার প্রদর্শনী শেষে দর্শকের প্রশ্নের উত্তর দেবেন নির্মাতা সৈয়দা নিগার বানু। এতে অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ।

‘নোনা পানি’ সিনেমার দৃশ্য

এর আগে সিনেমাটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক সিনেমা উৎসবসহ বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে। আবুল খায়েরের প্রযোজনায় নির্মিত সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরেয়েশী,সম্পাদনা করেছেন ইকবাল কবীর জুয়েল ও সংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।
এ উৎসবে চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে নির্মিত নির্মাতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’ সিনেমা দেখানো হবে। আজ বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে এই সিনেমার প্রদর্শনী রয়েছে। প্রদর্শনী শেষে দর্শকের প্রশ্নের উত্তর দেবেন নির্মাতা অঞ্জন দত্ত।

‘চালচিত্র এখন’ সিনেমার দৃশ্য

১৯৮১ সালে মৃণাল সেনের ‘চালচিত্র’ সিনেমা দিয়েই অভিনয়ে নাম লিখিয়েছিলেন অঞ্জন দত্ত। ‘চালচিত্র এখন’ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত। এতে আরও আছেন শাওন চক্রবর্তী, সুপ্রভাত দাস, বিদীপ্তা চক্রবর্তী। আগামীকাল শনিবার একই মিলনায়তনে মাস্টারক্লাসে থাকবেন অঞ্জন দত্ত। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে গত শনিবার শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
এ উৎসবে আজ ‘নোনা পানি’, ‘চালচিত্র এখন’ ছাড়াও আরও কয়েকটি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় ভারতীয় পরিচালক অতনু ঘোষের সিনেমা ‘শেষ পাতা’ দেখানো হবে। ২০২৩ সালের ১৪ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ বিকেল পাঁচটায় দেখানো হবে ঢাকার সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রদর্শনীর পর দর্শকের সামনে আসবেন নির্মাতা হৃদি হক। পরিচালনার পাশাপাশি সিনেমায় অভিনয়ও করেছেন হৃদি। আরও আছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।
আজ সকাল ১০টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় দেখানো হবে জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। মুর্তজা অতাশ জমজম পরিচালিত চলচ্চিত্রটির গল্প মুমিত আল রশিদের। আগামী ফেব্রুয়ারি মাসে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে এই সিনেমা।