যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের অনুভূতি
যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের অনুভূতি

মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার

‘এটাই পুরস্কার পাওয়ার মতো আনন্দ দিচ্ছে’

প্রকাশিত হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৩-এর মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। জুরিবোর্ড নির্বাচন করেছেন এ তালিকা। এবার ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ ও ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর রজতজয়ন্তী অনুষ্ঠান। ওই দিন জানা যাবে এবারের বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক, যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের অনুভূতি। গ্রন্থনা: মইনুল ওয়াজেদ

ওয়েব সিরিজ

সেরা অভিনেতা

নাসির উদ্দিন খান, (‘মাইশেলফ অ্যালেন স্বপন’)
এবার মেরিল-প্রথম আলো পুরস্কারে আমি দুটি মনোনয়ন পেয়েছি, যার মধ্যে ওয়েব সিরিজ বিভাগে মাইশেলফ অ্যালেন স্বপন–এর জন্য একটি। পুরো টিমের জন্যই এটি অনেক কষ্টের একটি কাজ ছিল, যেটিতে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছিলাম। মাইশেলফ অ্যালেন স্বপন–এর জন্য সম্মানজনক মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়ে অনেক খুশি আমি। ধন্যবাদ আমার পুরো টিম এবং জুরিবোর্ডকে।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এ নাসির উদ্দিন খান

মোশাররফ করিম (‘মোবারকনামা’)
সমালোচকদের বিচারে চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি আনন্দিত। ধন্যবাদ সমালোচকদের। ধন্যবাদ মেরিলকে। ধন্যবাদ প্রথম আলোকে।

‘ইন্টার্নশিপ’-এর একটি দৃশ্য

সৌম্য জ্যোতি (‘ইন্টার্নশিপ’)
মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছি, এটাই অনেক বড় পাওয়া। আমার প্রথম অভিনীত সিরিজে মনোনয়ন, তা–ও লেজেন্ড দুজন অভিনেতার সঙ্গে এটাই আমার কাছে পুরস্কার পাওয়ার মতো আনন্দ দিচ্ছে। এই মনোনয়ন পাওয়াটাকেই আমি পুরস্কার পাওয়া মনে করছি।

সেরা অভিনেত্রী
আজমেরী হক বাঁধন (‘গুটি’)
মনোনয়ন পেয়ে অবশ্যই ভালো লেগেছে। মেরিল-প্রথম আলো পুরস্কারকে আমরা সব সময় সম্মানজনক সম্মাননা হিসেবে বিবেচনা করি। মনোনয়ন পাওয়াটাই আমার কাছে বড় ব্যাপার। বাকিটা দেখা যাক ২৪ তারিখ কী হয়।

‘গুটি’ সিরিজের পোস্টার

রাফিয়াত রশিদ মিথিলা (‘মাইশেলফ অ্যালেন স্বপন’)
আমি খুবই সম্মানিত ও আনন্দিত। মনোনয়ন পাওয়াটা স্বীকৃতিস্বরূপ। আর সমালোচকদের বিচারে মনোনয়ন তো আরও সম্মানের; কারণ, জুরিবোর্ডে সাংস্কৃতিক অঙ্গনের গুণী ও সম্মানিত ব্যক্তিরা থাকেন। তাঁরা যদি আমার পারফরম্যান্সকে সেরা তিনের মধ্যে নির্বাচিত করে থাকেন, তাহলে তো সেটা অবশ্যই অনেক সম্মানের।

‘মোবারকনামা’ সিরিজে মোশাররফ করিম ও শাহনাজ সুমি। ছবি : ফেসবুক থেকে

শাহনাজ সুমি (‘মোবারকনামা’)
মোবারকনামা আমার খুব যত্নের কাজ, খুবই পছন্দের কাজ। এর মাধ্যমে দর্শকের ভালোবাসা চেয়েছিলাম, তা আমি পেয়েছি। মেরিল–প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে এই মনোনয়ন আমার ভালো লাগা ও আনন্দের পরিমাণ আরও বাড়িয়ে দিল।