সোমবার মানুষের স্রোত যখন শাহবাগমুখী, সেই স্রোতে ছিলেন অনেক তারকাও। বিকেল চারটায় জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপর প্রথম আলোকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেদের স্বপ্ন ও আশার কথা জানিয়েছেন তারকারা।
নাজিয়া হক অর্ষা
এ কয়েক দিনে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, তা আমাকে পীড়া দিয়েছে। বাংলার ছাত্র-জনতাও এটি মেনে নেয়নি। ফলে খুব দ্রুতই অভ্যুত্থান হয়ে গেছে। একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে এই জেনারেশন এ অবস্থায় নিয়ে এল দেশকে, এটি অবিশ্বাস্য লাগছে। এই প্রজন্মকে স্যালুট। এখন আমি সামনে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই। যেখানে বাক্স্বাধীনতা থাকবে। ভালোকে ভালো, মন্দকে মন্দ, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলবে। যাঁরা আসবেন, তাঁরা যেন অত্যন্ত সাহসিকতার সঙ্গে এসব কাজ করতে পারেন। এখন বিভিন্ন জায়গায় কিছু নৈরাজ্য হচ্ছে, সেটাও আশা করছি না। এখন তো দেশের সমাধান হয়েছে। এখন সুন্দর একটা দেশ গড়ার কাজ হাতে নিতে হবে।
জাকিয়া বারী মম
ছাত্ররা এটি করতে পেরেছেন, এটি বিশাল ব্যাপার, অসাধারণ ব্যাপার। এ জন্য তাঁদের সাধুবাদ জানাই, তাঁদের শুভেচ্ছা জানাই। আগামীর বাংলাদেশের নির্মাণটা অনেক নিষ্ঠার সঙ্গে করতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। যাঁরাই এ দেশের নেতৃত্ব দেবেন, তাঁদের দিকে একটি সুন্দর দেশ গড়ার অপেক্ষায় তাকিয়ে আছে বাংলার কোটি কোটি মানুষ।
নাজিফা তুষি
এ বিজয় সত্যের বিজয়। ছাত্র–তরুণেরা যা চেয়েছিলেন, তা পেয়েছেন। এ এক অভূতপূর্ব বিজয়। ছাত্রদের আগের অনেক গৌরবময় ইতিহাস আছে। একতা থাকলে যে সব সম্ভব, তা এবার ছাত্ররা দেখিয়ে দিলেন। তাঁদের প্রাণঢালা অভিনন্দন। এই আন্দোলনে শত শত ছাত্র, শ্রমিক, জনতা জীবন দিয়ে গেলেন, তাঁদের স্মরণ করছি। এখন আমরা ঘরে ফিরব, এখন শান্তির দেশ প্রত্যাশা করছি। একটা বৈষম্যহীন দেশ পাওয়ার অপেক্ষায় থাকলাম।