জাহিদ হাসানের ছোট ভাই হয়ে তিন দিন বেশ আরাম–আয়েশে...

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
আজ জাহিদ হাসানের জন্মদিন। পছন্দের অভিনেতার সঙ্গে ছবিটি পোস্ট করে আবদুন নূর সজল লিখেছেন, ‘আমাদের পরিবারের মোটামুটি সবাই জাহিদ হাসানের অভিনয়ের ভক্ত। তবে সবচেয়ে বড় ভক্ত বা অন্ধভক্ত বলা যায় আমার বড় ভাইকে। আমার বড় ভাইয়ের ভীষণ পছন্দের অভিনেতা তিনি। যখনই সুযোগ পান, আমার ভাই আমাকে বলেন—জাহিদ ভাইয়ের মতো অভিনয় করতে পারিস না?’
ছবি: ফেসবুক
আরেক ছোট পর্দার তরুণ অভিনেত্রী জান্নাতুল হিমির জন্মদিন। অভিনেত্রী চিত্রলেখা গুহ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন মিষ্টি মেয়ে প্রিয় হিমি… দীর্ঘায়ু হও, সুস্থ থেকো, কর্মময় থেকো, আনন্দে থেকো। অনেক দোয়া, ভালোবাসা রইল।’
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তখন শিশু। সেই সময়ে জাহিদ হাসানের সঙ্গে ভাবনার বাবার অফিসে পরিচয়। তখন ছবিটি তুলেছিলেন। ছবিটি পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় অভিনেতা।’
রওনক হাসান লিখেছেন, ‘ত্রিপুরার কমলপুরে শো করতে গেছি। আমাদের রিসিভ করতে আসা একজন বলে উঠল—আপনি কি জাহিদ হাসানের ভাই? আমি কিছু বলার আগেই আমার দলের একজন বলে উঠল আরে জাহিদ হাসানের ছোট ভাই ও। দেখেন না হাইট, চেহারা! এর পর থেকে সেকি খাতির সেবাযত্ন! জাহিদ হাসানের ছোট ভাই হয়ে তিন দিন বেশ আরাম–আয়েশে থেকে, শো করে এলাম। একসময় জাহিদ ভাইয়ের সঙ্গে পরিচয় হলো এবং বিস্ময়করভাবে তিনি সত্যি সত্যিই বড় ভাই হয়ে গেলেন।’
চারদিকে কাশফুল। এর মধ্যে অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি আর কাশফুল।’