‘বিষদাঁত’ নাটকে শাহনাজ খুশি, সারিকা ও চঞ্চল চৌধুরী। নাটকটি আজ প্রচারিত হবে এনটিভিতে। ছবি: এনটিভির সৌজন্যে
‘বিষদাঁত’ নাটকে শাহনাজ খুশি, সারিকা ও চঞ্চল চৌধুরী। নাটকটি আজ প্রচারিত হবে এনটিভিতে। ছবি: এনটিভির সৌজন্যে

এনটিভিতে ‘বিষ দাঁত’, আরটিভিতে ‘টাকার সংসার’

সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে নাটক ‘ভালোবাসা অনন্ত’। অভিনয়ে সাফা কবির, জোনায়েদ বোগদাদী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘বিষ দাঁত। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘আমার ঠিকানা তুমি’।

বিষদাঁত’ নাটকের দৃশ্য। নাটকটি আজ প্রচারিত হবে এনটিভিতে। ছবি: এনটিভির সৌজন্যে

অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘বাপ বেটা ঘরজামাই’। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘সুখে নাই গনি মিয়া’। অভিনয়ে নিলয়, হিমি।

আরটিভি
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক ‘মিস্টার যুক্তিবাদী’। অভিনয়ে জামিল হোসেন, মুনমুন আহমেদ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক নীল কাব্য। অভিনয়ে নিলয়, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘টাকার সংসার’।

‘টাকার সংসার’-এ মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। আরটিভির সৌজন্যে

অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক টর্চার। অভিনয়ে মিশু সাব্বির, সামিরা মাহি।

বাংলাভিশন
বিকেল টা ২৫ মিনিটে একক নাটক ‘প্রেমিকা’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, মাহা। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘হা-ডু-ডু’। অভিনয়ে চাষী আলাম, মারজুক রাসেল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একক নাটক ‘নাচে-গানে ভরপুর’। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম।

রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘মান্না তো ভালোই ছিল’। অভিনয়ে চাষী আলম, পাভেল। রাত ৯টা ২৫ মিনিটে ‘জাস্ট ম্যারিড’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১০টা ৪০ মিনিটে একক নাটক ‘জামাই-বউয়ের মাথা গরম’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৩৫ মিনিটে একক নাটক ‘আরও কিছুটা সময়’। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা।