‘মাস্তান’, ‘ফ্যামিলি’ ও ‘শ্বশুরবাড়ির আপ্যায়ন’ নাটকের পোস্টার। কোলাজ
‘মাস্তান’, ‘ফ্যামিলি’ ও ‘শ্বশুরবাড়ির আপ্যায়ন’ নাটকের পোস্টার। কোলাজ

কোন তিন নাটক দেখছেন দর্শক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। ওটিটি প্ল্যাটফর্মেই এসেছে নতুন পাঁচটি কনটেন্ট। টেলিভিশন, ইউটিউবেও মুক্তি পেয়েছে অনেকগুলো নাটক। এসবের মধ্যে কোন কাজগুলো দেখছেন দর্শক? গতকাল মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে এগিয়ে থাকা তিনটি নাটক নিয়ে এ আয়োজন।

মাস্তান
গত কয়েক বছরে ছোট পর্দার অন্যতম অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুশফিক আর ফারহান। ইউটিউবে মুক্তির পর তাঁর অভিনীত নাটকগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিছুদিন আগেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। তাঁর অভিনীত ১০০টি নাটকের কোটি ভিউ পূর্ণ হয়েছে। গতকালও নাটকের মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল মুশফিক অভিনীত ‘মাস্তান’।

‘মাস্তান’ নাটকের পোস্টার। ফেসবুক থেকে

১৫ জুন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে রুবেল আনুশ পরিচালিত নাটকটি। এতে মুশফিকের সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। ৫৬ মিনিট ২৯ সেকেন্ডের নাটকটি লিখেছেন আব্রাহাম তামিম। মুশফিক, তানিয়া ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মনিরা মিঠু, বরদা মিঠু।

গ্রামীণ পটভূমির নাটকটি নির্মিত হয়েছে ঈদকে কেন্দ্র করে। নাটকটি দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেক দর্শক। মন্তব্যের ঘরে আলীম খান নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকের শেষ দশ মিনিট চোখ দিয়ে শুধু পানি পড়েছে। আসলে যাঁরা গরু ভালোবাসেন, তাঁরাই বুঝবেন নাটকটির মাহাত্ম্য।’ সার্বিকভাবে ইউটিউব ট্রেন্ডিংয়ের দুইয়ে থাকা নাটকটির ভিউ ৩২ লাখ ৮০ হাজারের বেশি (গতকাল বেলা ২টা ৪৫ মিনিট পর্যন্ত)।

‘ফ্যামিলি’ নাটকে পোস্টার। ফেসুবক থেকে

ফ্যামিলি
সার্বিকভাবে টেন্ডিংয়ে নয় নম্বরে থাকলেও নাটকের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফ্যামিলি’। এটিও মুক্তি পেয়েছে সিএমভির চ্যানেলে। জোবায়েদ আহসানের লেখা নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, তাইফ প্রমুখ। কিছুদিন ধরে পারিবারিক ড্রামাধর্মী নাটক দর্শকপ্রিয়তা পাচ্ছে, এটিও ব্যতিক্রম নয়। ১২ জুন মুক্তি পাওয়া এই নাটকের ভিউ ৩২ লাখ ৭৫ হাজারের বেশি (গতকাল বেলা ২টা ৪৫ মিনিট পর্যন্ত)। নাটকটি দেখে মুগ্ধ এক দর্শক লিখেছেন, ‘এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত পাশে থাকা মানুষের।’

অনেক দর্শক আবার নাটকটিতে দুই শিশুশিল্পীর অভিনয় পছন্দ করেছেন। সুমিত বিশ্বাস নামে আরেক দর্শক লিখেছেন, ‘একটু মেলোড্রামাটিক লাগলেও কাহিনিটা বর্তমান সময়ের একদম চেনা প্রেক্ষাপটকেই ইঙ্গিত করেছে... তৌসিফ ভাই আর তানজিন তিশা আপু দুজনকেই অনেক কিউট লেগেছে নাটকটিতে।’ শিল্পীদের অভিনয় ছাড়া নাটকটিতে ব্যবহৃত গানটিও পছন্দ করেছেন দর্শকেরা। মন্তব্যের ঘরে গানটি নিয়ে আলাভাবে কথা বলেছেন অনেকে।

‘শ্বশুরবাড়ির আপ্যায়ন’ নাটকের পোস্টার। ফেসবুক থেকে

শ্বশুরবাড়ির আপ্যায়ন
শ্বশুরবাড়ির প্রেক্ষাপটে কমেডি ধাঁচের নাটকগুলো কয়েক বছর ধরেই দর্শকেরা পছন্দ করছেন। এ ধরনের নাটকের মধ্যে নতুন সংযোজন এই নাটক। এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে ১৬ জুন মুক্তি পেয়েছে নাটকটি। গতকাল বেলা ২টা ৫৬ মিনিট পর্যন্ত এটির ভিউ ১৬ লাখ ১৫ হাজারের বেশি। সার্বিকভাবে ট্রেন্ডিংয়ের ১১ নম্বরে থাকলেও নাটকের মধ্যে এটির অবস্থান তিনে। মোহন খানের লেখা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটকটির মন্তব্যের ঘরে বড় চমক অভিনেত্রী হিমির মন্তব্য। তিনি লিখেছেন, ‘এক মাস কানাডায় থাকার কারণে কোনো শুটিং করতে পারি নাই। অবশেষে ফিরে আসলাম আপনাদের মাঝে। কে কে আমাকে মিস করেছিলেন? আর নাটকটি কেমন লাগলে জানবেন কিন্তু।’
গতকাল পর্যন্ত হিমির মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে ১৮২টি। বেশির ভাগই মানুষই তাঁদের প্রিয় অভিনেত্রীকে মিস করার কথা জানিয়েছেন। কেউ কেউ আবার নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার কথা লিখেছেন।