নাটকে হিমি ও নিলয়। হিমির ফেসবুক থেকে
নাটকে হিমি ও নিলয়। হিমির ফেসবুক থেকে

নিলয়–হিমি ছিলেন, আছেন

ইউটিউব নাটকের দর্শকের কাছে ছোট পর্দার তারকা জুটি নিলয় আলমগীর আর জান্নাতুল সুমাইয়া হিমি কতটা জনপ্রিয়, সেটা জানতে আপনি যেকোনো সময় ট্রেন্ডিংয়ে চোখ রাখতে পারেন। বাংলাদেশে থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে ঢুঁ মারলে শীর্ষ দশে আপনি নিলয়-হিমি জুটির নাটক পাবেনই। আজও ব্যতিক্রম নয়।
একসময় ছিল, ইউটিউব ট্রেন্ডিংয়ে নিয়মিতই শীর্ষে ছিলেন নিলয়-হিমি। তবে দেশের চলমান অবস্থার কারণে গত জুলাই-আগস্ট মাসে নাটকের মুক্তি কমে আসে।

ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয় শর্টস। তবে গত সেপ্টেম্বর থেকে আবার বেড়েছে নাটক মুক্তি, নিলয়-হিমিও তাই ফিরেছেন ‘চেনা জায়গায়’।

‘বেক্কল না সোজা’ নাটকের পোস্টার। অভিনেত্রীর ফেসবুক থেকে

আজ বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশে রয়েছে এই জুটির দুই নাটক ‘বেক্কল না সোজা’ ও ‘বাড়ির পাশে শ্বশুরবাড়ি’। দুটিই কমেডি ঘরানার নাটক। একটির পরিচালক আদিবাসী মিজান, অন্যটির মোহিন খান।

নাটকের লিংকের নিচে মন্তব্যের ঘরে অনেক দর্শক লিখেছেন, নিলয়-হিমি জুটির রসায়ন আর হাস্যরসের কারণে নাটক দুটি পছন্দ করেছেন তাঁরা। ‘বাড়ির পাশে শ্বশুরবাড়ি’ নাটকটি নিয়ে এক দর্শক লিখেছেন, ‘বাড়ির পাশে প্রেম বা বিয়ে করলে কী হয়, তা এই নাটকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’

আরেকজন লিখেছেন, ‘নিলয় ভাইয়া ও হিমি আপুর জুটির কোনো তুলনা হয় না। পর্দায় তাঁদের সিঙ্ক (রসায়ন) অন্য রকম।’

আজ বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত এনএএফ এন্টারটেইনমেন্ট চ্যানেলে ‘বাড়ির পাশে শ্বশুরবাড়ি’ নাটকটির ভিউ ৭৮ লাখ ৫১ হাজারের বেশি। অন্যদিকে ‘বেক্কল না সোজা’ নাটকটির ভিউ ৫৪ হাজারের বেশি। এ নাটকটি দেখা যাচ্ছে সিডি চয়েজ ড্রামা চ্যানেলে।