সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বৈশাখী
বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘মানিক রতন দুই ভাই’। অভিনয়ে মারুফ, তমা মির্জা, ডিপজল। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জামাই বাজার-৩’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান। ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ডেমকেয়ার’। অভিনয়ে আরফান আহমেদ, মিহি আহসান। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘কিলার’। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম। ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দুই জামাই’। অভিনয়ে জাহিদ হাসান, নাজিয়া হক অর্ষা। ১০টায় ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন। ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভণ্ড প্রেমিক’। অভিনয়ে পাভেল, শাকিলা পারভিন। ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘চাল্লু মামার পাল্লু ভাগ্নে’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি।
এনটিভি
সকাল ৯টায় নাটক ‘ঢোল মজিদ’। অভিনয়ে মোশাররফ করিম, মায়মুনা মম। ১০টা ৫ মিনিটে সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি।
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘হাত সাফাই’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার। বিকেল ৫টা ১০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আমাদের গান’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নীল প্রজাপতি’। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ওয়াদা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা। ৭টা ৫৫ মিনিটে নাটক ‘রুনু ভাই ০৩’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘বক্স নাম্বার ১৩’। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা। ১১টা ৫ মিনিটে নাটক ‘বিড়ম্বনায় বাবলু’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘সাহেব নামে গোলাম’। অভিনয়ে শাকিব খান, মৌসুমী, সাহারা। বেলা ২টা ১০ মিনিটে ওয়েব ফিল্ম ‘এখানে নোঙর’। অভিনয়ে আদর আজাদ, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম। বিকেল ৫টায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রাজকুমারী’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘দমকা হাওয়া’। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান। ৭টা ৩০ মিনিট ধারাবাহিক নাটক ‘তিন টেক্কা’। অভিনয়ে ড. এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, ফারুক আহমেদ।
রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘এই পিরিতি সেই পিরিতি নয়’। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি। ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘হানিমুন হট্টগোল’। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান। ৯টা ৪০ মিনিটে নাটক ‘বউ আমাকে সন্দেহ করে’। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান। ১১টায় একক নাটক ‘৫২/ঘ’। অভিনয়ে অপূর্ব, হিমি।
বাংলাভিশন
সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘ফুল অ্যান্ড ফাইনাল’। অভিনয়ে শাকিব খান, ববি। বেলা ২টা ১০ টেলিফিল্ম ‘বউধার’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। বিকেল ৫টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘হুলুস্থুল’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী, পাভেল। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নাটক ‘গল্পটা পুরোনো’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। ৭টা ৪৫ মিনিটে নাটক ‘হেলিকপ্টার’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঘুডু’। অভিনয়ে হাসান মাসুদ, ফারিয়া শাহরিন, তানিয়া বৃষ্টি, মুকিত জাকারিয়া, শামীম। ৯টা ২৫ মিনিটে নাটক ‘লাভ স্কাউড’। অভিনয়ে অপূর্ব, শায়লা সাবি, সাবরিন আজাদ। ১০টা ৪৫ মিনিটে নাটক ‘লতিফ দপ্তরী’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। ১১টা ৩৫ মিনিটে নাটক ‘চাঁদের গায়ে চাঁদ’। অভিনয়ে নিলয় আলমগীর, মাহি প্রমুখ।