সাবিলা দিলেন অ্যাম্বুলেন্সের ঠিকানা, সজল লিখলেন, ‘চাই না দেখতে আর রক্ত’
বিনোদন ডেস্ক
শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকা ফেসবুকে পোস্ট করেছেন। মতামত প্রকাশে পিছিয়ে নেই তরুণ অভিনয়শিল্পীরাও। সেগুলো তুলে ধরা হলো।
অভিনেতা আবদুন নূর সজল লিখেছেন, ‘চাই না দেখতে আর রক্ত, সংস্কার সমাধান হোক দ্রুত। ’ ছবি: ফেসবুক
শিক্ষার্থীদের উদ্দেশে অভিনেত্রী সাবিলা নূর বিনা মূল্যে কীভাবে অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে, সেই তালিকা ভাগাভাগি করেছেন। এটি মুহূর্তের মধ্যেই হাজারের বেশি শেয়ার হয়।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে বসার কথা বলছে সরকার। সেই প্রসঙ্গে গায়ক বেলাল খান লিখেছেন, ‘অথচ এমন সিদ্ধান্ত কয়েকটা দিন আগেও আসতে পারত।’
বিজ্ঞাপন
ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান লিখেছেন, ‘এই যে সন্তানসম ছাত্রদের লাঠিপেটা করছেন, বুকের কাছে এসে বিঁধিয়ে দিলেন বুলেট...ঘুম আসে তো রাতে? কই আমরা তো ঘুমাতে পারছি না?’নাট্য পরিচালক ইমরাউল রাফাত নিজেকে নাট্যকর্মী পরিচয় দিয়ে লিখেছেন, ‘বর্তমান চলমান কোটা সংস্কার আন্দোলনে আমি ছাত্র-ছাত্রীদের পক্ষে আছি। ব্যক্তিগতভাবে আমিও চাই কোটা সংস্কারের সঙ্গে সঙ্গে দেশটাও সংস্কার হোক। আমরা সহিংসতার পক্ষে না। আমরা সমস্যা সমাধানের পক্ষে। এ দেশ আমার আর কোনো মায়ের কোল খালি না হোক। ওরা আমার ভাই ওরা আমার বোন।’ ছবি: ফেসবুক