‘মিস্টার যুক্তিবাদী’ ধারাবাহিকের দৃশ্য। আরটিভির সৌজন্য
‘মিস্টার যুক্তিবাদী’ ধারাবাহিকের দৃশ্য। আরটিভির সৌজন্য

আরটিভিতে ‘মিস্টার যুক্তিবাদী’, বাংলাভিশনে ‘নরসুন্দরী’

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের পঞ্চম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এ আয়োজন।

আরটিভি
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক ‘মিস্টার যুক্তিবাদী’। অভিনয়ে জামিল হোসেন, মুন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক হ্যাপি ফ্যামিলি। অভিনয়ে শ্যামল মাওলা, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক কিছু ‘গল্পের শেষ নেই’।

‘গল্পের শেষ নেই’ নাটকে অপূর্ব ও সাবিল। আরটিভির সৌাজন্যে

অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘তুই জীবন’। অভিনয়ে মুশফিক আর ফারহান, আইশা খান। রাত ১১টায় একক নাটক ‘রিপু’। অভিনয়ে মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি।

বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘নরসুন্দরী’। অভিনয়ে তানজিন তিশা, শারীফ সিরাজী। বিকেল ৫টা ২৫ মিনিটে রয়েছে একক নাটক ‘সিলেটির প্রেমে ঢাকাইয়া’। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘হা-ডু-ডু’। অভিনয়ে চাষী আলম, মারজুক রাসেল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একক নাটক ‘টাউটের টোপ’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা।

রাত ৮টা ৪০ মিনিটে ‘মান্না তো ভালোই ছিল’। অভিনয়ে চাষী আলম, পাভেল। রাত ৯টা ২৫ মিনিটে একক নাটক ‘শাহি গরমমসলা’।

‘নরসুন্দরী’–এর শুটিংয়ে তিশা

অভিনয়ে চাষী আলম, মারজুক রাসেল। রাত ১০টা ৪০ মিনিটে একক নাটক ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’। অভিনয়ে শাশ্বত দত্ত, ফারিণ খান। রাত ১১টা ৩৫ মিনিটে একক নাটক ‘সরি কামরুল’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।