কিআ ক্যার্নিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকী, তিশা ও চঞ্চল চৌধুরী। ছবি : কিশোর আলোর সৌজন্যে
কিআ ক্যার্নিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকী, তিশা ও চঞ্চল চৌধুরী। ছবি : কিশোর আলোর সৌজন্যে

আজ টিভিতে কিআ ক্যার্নিভ্যাল

শিশু-কিশোরদের প্রিয় সাময়িকী কিশোর আলোর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর দিনভর চলে নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩।

রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল এ আয়োজন।

খুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে মুখর এই আয়োজনে দিনব্যাপী ছিল লেখক, কার্টুনিস্ট, খেলোয়াড়, অভিনয়শিল্পীসহ গুণীজনদের সঙ্গে আনন্দ-আড্ডা-কর্মশালা।

কিআ ক্যার্নিভ্যালে তাসনিয়া ফারিণ। ছবি : কিশোর আলোর সৌজন্যে

অনুষ্ঠানে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেত্রী অপি করিম, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী তাসনিয়া ফারিণ প্রমুখ।

এই আয়োজনে সম্প্রচার সহযোগী ছিল এটিএন বাংলা। চ্যানেলটিতে কিআ কার্নিভ্যালের উল্লেখযোগ্য সব আয়োজন নিয়ে ধারণ করা একটি অনুষ্ঠান প্রচারিত হবে আগামী ২ ডিসেম্বর শনিবার বেলা ১১টায়।

কিআ ক্যার্নিভ্যালে খুদে শিক্ষার্থীদের সঙ্গে অপি করিম