বিয়ের সাজে এভাবেই দেখা গেছে চমক ও তাঁর স্বামী আজমান নাসিরকে
বিয়ের সাজে এভাবেই দেখা গেছে চমক ও তাঁর স্বামী আজমান নাসিরকে

আপনারা যেভাবে বলছেন, ৯ দিনও থাকবে না সংসার: অভিনেত্রী চমকের স্বামী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গত মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন। মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার বিয়ের শাড়িতে আলোচনায় এসেছেন অভিনেত্রী। পাশাপাশি নিজস্ব খরচে হবু স্বামীকে নিয়ে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়ার ব্যাপারেও আলোচিত হন অভিনেত্রী। এসব নিয়ে ট্রল হলে সেসবের কড়া জবাবও দেন চমক। তাঁর বরের নাম আজমান নাসির। পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি চমকের সঙ্গে একটি নাটকে জুটি হয়ে অভিনয় করেন তিনি। কিন্তু এবার চমকের স্বামী নাসিরের অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আগে আরও দুটি বিয়ে করেছেন নাসির! চমক নাকি তাঁর তৃতীয় স্ত্রী। যা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন নাসির!

গতকাল বৃহস্পতিবার ‌‘আই অ্যাম সরি চমক’ ক্যাপশনে একটি ভিডিও প্রকাশ করেন নাসির। তিনি বলেন, ‘চমকের স্বামীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তথ্য কী? আমার দুটি বিয়ে নিয়ে আপনারা নিউজ করছেন। হ্যাঁ, শরিয়ত মোতাবেক দুটি বিয়ে করেছিলাম এবং শরিয়ত মোতাবেক ডিভোর্সও হয়েছে। এর অনেক পরে চমকের সঙ্গে পরিচয়। আমাদের প্রেম হয় এবং শরিয়ত মোতাবেক আমরা বিয়ে করি।’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

বর্তমান স্ত্রী চমক প্রসঙ্গে নাসির আরও বলেন, ‘এখানে নিউজে চমককে অনেক ছোট করা হয়েছে। চমক একটি অসাধারণ মেয়ে, কোনো পুরুষ মনে হয় না চমককে প্রত্যাখান করবে। আমি অতি সাধারণ একজন ছেলে। তারপরও চমক আমাকে যে পরিমাণ ভালোবেসেছে, এটা আমার জন্য ভাগ্যের বিষয়। হয়তো অনেক পুণ্যের কাজ করেছিলাম, যার জন্য চমকের মতো মেয়েকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি।’

বিয়ের সাজে এভাবেই দেখা গেছে চমক ও তাঁর স্বামী আজমান নাসিরকে

দুই বিয়ে প্রসঙ্গে নাসির আরও বলেন, ‘আমার দুইটা ডিভোর্স হওয়ার পরে চমককে বিয়ে করেছি, এটা কি আমার অপরাধ? এখন তো মানুষ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে। আমি তো এটা করিনি। আমি বিয়ে করেছি। তবু আপনারা যেভাবে নিউজ করেছেন, মনে হয় না আমরা আর বেশি দিন সুখে–শান্তিতে থাকতে পারব। আপনারা যেভাবে বলছেন, ৯ দিনও থাকবে না সংসার। আপনারা কি এটাই চান?’

নাসির আরও বলেন, ‘চমক আমার অতীত সম্পর্কে জানতেও চায়নি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমরা সারাটি জীবন সুখে–শান্তিতে কাটাতে চেয়েছি।’
জানা গেছে, ২০০৮ ও ২০১৮ সালে দুটি বিয়ে করেন নাসির। দুই সংসারে দুটি কন্যাসন্তানও আছে তাঁর। যদিও দাম্পত্য কলহের কারণে নাসিরের দুই সংসার টেকেনি। অভিযোগ আছে, আগের দুই স্ত্রী ও সন্তানের ভরণপোষণও দেন না নাসির। ভিডিওতে অবশ্য এ প্রসঙ্গে মন্তব্য করেননি তিনি।