কি বলছেন শুভ, মেহজাবীন লিখলেন, ‘আমি’, অন্যদিকে শাবনূরের শুভ কামনা

ঘরে কিংবা শুটিং—যেখানে যা-ই ঘটুক, সেটা দর্শকদের সঙ্গে সবার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন দেশের তারকারা। এসব ছবিতে জানা যায় তারকাদের দিনপঞ্জি, তাঁদের ভালো লাগার মুহূর্তসহ নানা অনুভূতি। ছবিতে তারকাদের সে রকম কিছু ঘটনা তুলে ধরা হলো।
নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন মেহজাবীন চৌধুরী। আজ যেন নিজেকে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিচ্ছেন অভিনেত্রী। ছবিটি পোস্ট করে লিখলেন, ‘এটা আমি।’
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলবার্টায় প্রবাসী বাঙালিদের গান শোনাচ্ছেন তাহসান খান। গান পরিবেশন করার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দিন দিন বুড়ো শিশু হচ্ছি।’
ছবিটি পোস্ট করে ঢালিউড চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘জীবন খুব ছোট ডার্লিং। এত দুশ্চিন্তা কেন করছ। প্রাণ ভরে শ্বাস নাও, আর বলো, সবকিছু ঠিক আছে।’
একসঙ্গে বেশ কিছু সিনেমায় জুটি হয়েছিলেন অমিত হাসান ও শাবনূর। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে শাবনূর। তবে এখনো ঢালিউডের খোঁজখবর রাখেন। অমিত হাসানের জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা। শাবনূর লিখেছেন, ‘জন্মদিনে অনেক অনেক শুভকামনা।’
অভিনেত্রী শানুরাই দেবী শানু ছবিটি পোস্ট করে একটি গানের লাইন জুড়ে দিয়েছেন। গানের কথা শুনে ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, কার প্রেমে পড়লেন শানুরাই। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন অর্ণবের গাওয়া কোক স্টুডিওর একটি এই গান, ‘চিলতে রোদের পাখনা ডোবায়, মুচকি হাসে শহরতলি, রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি?’
যুক্তরাষ্ট্রে ঘুরছেন অভিনেত্রী সাবিলা নুর। কখন, কোথায় যাচ্ছেন—একের পর এক ভিডিও ও ছবি পোস্ট করে ভক্তদের জানাচ্ছেন তিনি। গোল্ডেন আওয়ারে টেক্সাসে ‘তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না।’ গানের সঙ্গে মডেলিং করলেন। গানটি থেকে ছবিটি নেওয়া।
শুটিংয়ে কখনো এত সময় দেশের বইরে থাকা হয়নি অভিনেতা তৌসিফ মাহবুবের। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘১৭ দিন হয়ে গেল থাইল্যান্ডে।’
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সুচরিতার সঙ্গে ছবিটি পোস্ট করেছেন তরুণ অভিনেতা শিপন মিত্র। ছবিটি পোস্ট করে এই নায়ক লিখেছেন, ‘কিংবদন্তির সঙ্গে। মা ছেলে।’
সাফা কবিরকে তেমন একটা শাড়িতে দেখা যায় না। এবার ব্যতিক্রম সাজের শাড়ি পরে দর্শকদের সামনে এলেন। ছবিটি নিয়ে তিনি জানান, ‘আমার পছন্দের ব্র্যান্ডের শাড়ি পরতে ভালো লাগে।’
১০. অভিনেত্রী মীম মানতাসা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘চারপাশের নির্মল পৃথিবীর সঙ্গে শুধুই আমি।’