সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বাংলাভিশন
বেলা ২টায় টেলিফিল্ম পাওনাদার। অভিনয়ে মোশাররফ করিম, শামীম জামান, মীম। বিকেল ৫টা ১০ মিনিটে একক নাটক বিধবা। অভিনয়ে যাহের আলভী, অহনা। বিকেল ৫টা ১০ মিনিটে একক নাটক নার্স ভার্সেস পেশেন্ট। অভিনয়ে মুশফিক ফারহান, মাহি। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক মিস শিউলির প্রেমিকেরা।
অভিনয়ে তানিয়া বৃষ্টি, পাভেল। রাত ৯টা ২৫ মিনিটে একক নাটক মুক্তি। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ১০টা ৪৫ মিনটে নাটক পাওয়ারফুল জামাই। অভিনয়ে জোভান, হিমি।
বৈশাখী
বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক আমি মানুষ। অভিনয়ে আরফান আহমেদ, মৌটুসী বিশ্বাস। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক পাঁচ টন। অভিনয়ে মাসুদ রানা, ফারজানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক হৃদয়ে তুমি। অভিনয়ে সজল, নাদিয়া মিম। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক সাহেব বিবি গোলাম। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম।
রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক কুবের মাঝি। অভিনয়ে শিপন মিত্র, আঁচল আঁখি। রাত ৯টা ৫০ মিনিটে একক নাটক ফল ইন ফাইট। অভিনয়ে মুশফিক ফারহান, মাহি। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক জামাই বাজার ৩। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান।
দীপ্ত
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম অপলাপ। অভিনয়ে ইমতিয়াজ বর্ষণ, রোশান, নিপুণ। সন্ধ্যা ৭টায় একক নাটক কিচির মিচির। অভিনয়ে খায়রুল বাশার, মাহি। রাত ৮টায় একক নাটক মা ডাকলেই সব সুন্দর। অভিনয়ে মুশফিক ফারহান, মাহি। রাত ৯টা ৪৫ মিনিটে একক নাটক বালকদলের কাণ্ড। অভিনয়ে জোভান, নাবিলা ইসলাম। রাত ১০টা ৫ মিনিটে একক নাটক মুখোমুখি অন্ধকার। অভিনয়ে সাবিলা নূর, ইয়াশ রোহান। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ছোবল। অভিনয়ে জোভান, তানিয়া বৃষ্টি।
নাগরিক
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক প্রেমিকা এখন হোস্টেলে। অভিনয়ে তামিম খন্দকার, কচি খন্দকার। রাত ৮টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক বিয়ে আর হলো না। অভিনয়ে ইমতু রাতিশ, তামান্না আজমীর। রাত ৯টায় ওয়েব সিরিজ মাফিয়া। অভিনয়ে মাহিয়া মাহি, শ্যামল মাওলা। রাত ১০টা ২০ মিনিটে একক নাটক ওরে দুষ্টু। অভিনয়ে ইমতু, অথৈ।