২১ বছর পেরিয়ে আজ ২২ বছরে পদার্পণ করেছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এই চ্যানেল। পরের বছর ১ জানুয়ারি ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে এনটিভি। ২০১১ সালের ৮ সেপ্টেম্বর আইএসও সনদ অর্জন করে। অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানের বিষয়–বৈচিত্র্যের মাধ্যমে আলাদা পরিচিতি পেয়েছে।
প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি।
আজ সকাল ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিন’। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনা তাহসীন। এ আয়োজনে অতিথি সাখাওয়াত হোসেন, সাকলাইন রাসেল ও শ্রাবণ্য তৌহিদা। সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ বাংলা ছায়াছবি শিকারী। জয়দেব মুখার্জির পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
বেলা সাড়ে ১১টায় বিশেষ ইসলামি অনুষ্ঠান ‘তারকা কণ্ঠে পিএইচপি কোরআনের আলো’। সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহ ইফতেখার তারেক। দুপুর সাড়ে ১২টায় সম্প্রচারিত হবে বিশেষ টক শো ‘আড্ডায় গণমাধ্যম’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করবেন জহিরুল আলম। এতে অতিথি মামুনুর রশীদ, মনজুরুল আহসান বুলবুল, মতিউর রহমান চৌধুরী, সাখাওয়াত হোসেন ও এ কে আজাদ। বেলা আড়াইটায় থাকছে ক্লোজআপ ওয়ানের শিল্পীদের নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘তোমাদের পেলো বাংলাদেশ’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ক্লোজআপ ওয়ান শিল্পী পুতুল। এতে গান পরিবেশন করবেন ক্লোজআপ তারকা লিজা, সালমা, নিশিতা বড়ুয়া, মুহিন খান, নোলক বাবু, রাজীব, বিউটি, মুহিন, প্রিয়াংকা বিশ্বাস, অপু আমান, ঋতুরাজ ও মোল্লা বাবু।
বিকেল সাড়ে ৫টায় সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ কমেডি শো ‘বেস্ট অব হা-শো’। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আবু হেনা রনি, মামুনুর রশীদ ও জয়া সাহা। এ আয়োজনে থাকবেন শাওন মজুমদার, তারেক মাহমুদ, সাইফুল ইসলাম, পরশ, মীরু, মাসুদ, মুন্না, সরোদ প্রমুখ।
সন্ধ্যা ৭টায় এনটিভির কর্মী ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এনটিভির ২১ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার বিশেষ অনুষ্ঠান। এটি সরাসরি সম্প্রচার করা হবে। রাত ৮টা ২০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সেলিব্রিটি শো ‘জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার সংগীতজীবনের ৬০ বছর’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস। এতে রুনা লায়লার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী কোনাল, লুইপা, সাব্বির, অপু আমান ও ঝিলিক।
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ একক নাটক ‘বোঝা’। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, বাশার বাপ্পী প্রমুখ।