সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
বেলা ১১টা ১৫ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’। দুপুর ১২টা ২০ মিনিটে সিনেমা ‘আমার স্বপ্ন তুমি’। অভিনয়ে শাকিব খান, শাবনূর। বিকেল ৪টায় নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের তালে তালে’।
বিকেল ৪টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘গান চিরদিন’। সন্ধ্যা ৭টায় কণ্ঠশিল্পী মমতাজের একক সংগীতানুষ্ঠান। রাত ৮টা ৩০ মিনিটে বিশেষ নাটক। রাত ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।
এটিএন বাংলা
সকাল ৯টায় নাটক ‘লাভ সেমিস্টার’। অভিনয়ে জোভান, নেহা। সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা আমি নেতা হবো।
অভিনয়ে শাকিব খান, বিদ্যা সিনহা মিম। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের খুশি’। বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা ‘মনের মতো মানুষ পাইলাম না’। অভিনয়ে শাকিব খান, শবনম বুবলী। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘জীবনেও তুমি মরনেও তুমি’। অভিনয়ে নিলয়, মাহি। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক ‘কাছের মানুষ’। অভিনয়ে অপূর্ব, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। রচনা ও পরিচালনা হানিফ সংকেত। রাত ১০টা ৩০ মিনিটে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘এস্ট্রাঞ্জার এ্যট মাই ডোর’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘ভাগ্য’। অভিনয়ে মুন্না, নিপুণ আক্তার। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘কিডনী’। অভিনয়ে জিয়াউল হক পলাশ, চাষি আলম, মারজুক রাসেল। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘রুচির দুর্ভিক্ষ’। অভিনয়ে মামুনুর রশীদ, মনিরা মিঠু।
বিকেল ৬টা ১০ মিনিটে ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘মাওয়া থেকে হাওয়া’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পাগল হাওয়া বাদল রাতে। অভিনয়ে শাহেদ শরীফ খান, মাইমুনা মম, আবুল হায়াত।
এনটিভি
সকাল ৮টায় শিশুতোষ ম্যাগাজিন ‘হৈ চৈ’। সকাল ৯টায় নাটক কোলাহলের পর। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা যাও পাখি বলো তারে। অভিনয়ে মাহিয়া মাহি, আদর আজাদ। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম সরি বাবা। অভিনয়ে আরশ খান, অহনা রহমান, ফজলুর রহমান বাবু। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক লিভিং লিজেন্ড। অভিনয়ে মারজুক রাসেল,চাষী আলম, হাসান মাসুদ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘সাদা পায়রা’। অভিনয়ে খায়রুল বাশার, সাদিয়া আয়মান। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘বাসায় মানবেনা’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘দোলনা ঘর’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল।