তেষট্টি বৎসর বয়স হলেও আমার মতো সুন্দর ও সুস্থ থাকবেন...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা রকম ব্যস্ততার কথা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
গায়িকা মমতাজ বেগমের আজ জন্মদিন। দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কাটাচ্ছেন। উদ্‌যাপনের ছবি পোস্ট করে তিনি ফেসবুক লিখেছেন, ‘জন্মদিনটা এত পুরোনো হয়ে গেছে যে ফেসবুক না থাকলে হয়তো এত দিন এই দিনটা ভুলেই যেতাম। তবে মন সুন্দর রাখবেন, তাহলে তেষট্টি বৎসর বয়স হলেও আমার মতো সুন্দর ও সুস্থ থাকবেন, ইনশা আল্লাহ।’
ছবি: ফেসবুক
আরিফিন শুভ নতুন সিনেমা ‘নীলচক্র’ নিয়ে ব্যস্ত। এর ফাঁকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভাবলাম কি আর হবে…তুলি একখান ফটো। পৃথিবীকে জানাইয়া দিই যে আমি, মোছে ভাতে বাঙালি।’ মজা করেই কথাগুলো লিখেছেন তিনি।
ফেসবুকে নাটকের প্রচারণায় সরব অভিনেতা তৌসিফ মাহবুব। কেয়া পায়েলের সঙ্গে ‘রূপকথা’ নাটকের প্রচারে তিনি লিখেছেন, ‘পরে আছি তোমার প্রেমে, মন বাড়িয়ে আমায় তোলো, কিছু সম্পর্ক এমন “রূপকথা”র মতো সুন্দর।’