দেশের চলমান অবস্থার কারণে কমছিল ইউটিউব নাটকের ভিউ। গত সেপ্টেম্বর থেকে আবারও নিয়মিত ইউটিউবে আসতে থাকে নতুন নাটক, একে একে আলোচিত হয় বেশ কয়েকটি নাটক। তবে কয়েক দিন ধরে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে আবারও ইউটিউব শর্টসের আধিপত্য।
আজ রাতে যেমন ট্রেন্ডিংয়ের প্রথম ৯টি স্থানই দখল করে আছে শর্টস। ১০ নম্বরে রয়েছে নাটক ‘বংশগত জমিদার’।
হাসিব হোসাইনের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল হিমি। ট্রেন্ডিংয়ের শীর্ষ দশে কেবল এই একটি নাটকই জায়গা করে নিতে পেরেছে।
১৫ অক্টোবর এনএএফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পায় কমেডি নাটকটি। মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন নাটকটির। এক দর্শক লিখেছেন, ‘হিমি আর নিলয় জুটি পুরাই আগুন...।’ আরেক দর্শক লিখেছেন, ‘নিলয় ভাইয়া ও হিমি আপুর জুটি অসম্ভব ভালো লাগে।’
আরেকজন লিখেছেন, ‘দারুণ একটা নাটক উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
এ ছাড়া ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ২০-এ আছে কেবল একটিমাত্র নাটক, ‘বেক্কল বউ ২’। আদিবাসী মিজানের এ নাটকটিতে অভিনয় করেছেন তন্ময় সোহেল ও মানসী প্রকৃতি।