হঠাৎ গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা মুশফিক আর ফারহান। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ছয় দিন পরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই অভিনেতা। বর্তমানে বাসাতেই আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে।
ছয় দিনের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই ছয় দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরও একবার! আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকেরা... আমি সবাইকে দেখে মুচকি হেসেছি। আর কী বলব, বুঝতে পারছিলাম না। হাসি দিয়ে বোঝাতে চাইলাম, চিন্তা করো না, বেঁচে আছি ভাই!’
হাসপাতালে ভর্তির পরে দ্রুত এই অভিনেতাকে পরীক্ষা–নিরীক্ষা শেষে এইচডিইউয়ে ভর্তি করানো হয়। এ সময়ে তাঁর শরীরের প্রেশার কোনোভাবেই বাড়ছিল না। সবাই চিন্তিত ছিলেন ফারহানকে নিয়ে।
ফারহান আরও লিখেছেন, ‘আমি শুধু সবার চোখে–মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি, যারা এত ভালোবাসে, তাদের জন্য হলেও আমাকে নতুনভাবে বাঁচতে হবে। এবারের যাত্রায় বাসায় ফিরছি।’
দুই দিন এই অভিনেতা হাসপাতালের এইচডিইউয়ে ভর্তি ছিলেন। পরে তিনি কেবিনেই চিকিৎসা নেন। এ সময় অনেকেই তাঁর খোঁজখবর নিয়েছেন। তাঁদের উদ্দেশে ফারহান লিখেছেন, ‘এই কয়েক দিনে যাঁরাই নিয়মিত আমার খোঁজখবর নিয়েছেন, তাঁদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি। ইনশা আল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে।’
এর আগে জানা গিয়েছিল, শুক্রবার রাত সাড়ে ৯টার সময় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক। শুটিংয়ের কস্টিউম গোছানোর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। দ্রুততার সঙ্গে রাতেই তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা খারাপ হলে পরবর্তী সময়ে তাঁকে এইচডিইউয়ে ভর্তি করা হয়। সেই সময়ে এই অভিনেতার প্রেশার ৫০/৭০-এ নেমে এসেছিল। প্রেশার কোনোভাবেই বাড়ছিল না।