নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি তাঁর বাবার অসুস্থতা নিয়ে কিছুদিন ধরে বেশ ব্যস্ত ছিলেন। হাসপাতাল আর উত্তরার বাসা—এভাবেই কাটছিল তাঁর সময়। পরিস্থিতির অবনতিতে গত কয়েক দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা সৈয়দ ফজলুল করিমের মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁরই মেয়ে আফসানা মিমি।
আফসানা মিমির বাবা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসাধীন ছিলেন।
এক খুদে বার্তায় মিমি তাঁর বাবার মৃত্যুর খবরটি জানালেন এভাবে, ‘প্রিয়জন, আমার আব্বা সৈয়দ ফজলুল করিম আজ সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্বাকে আমরা হাসপাতাল থেকে মোহাম্মদপুর বাবর রোডে আল মারকাজুল-এ গোসল করিয়ে উত্তরায় আমাদের বাসায় নিয়ে যাব। ওখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর আমরা তাঁকে নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় আমার নানাবাড়ি যাব এবং সেখানেই দ্রুত দাফন সম্পন্ন হবে।’
মিমি তাঁর বাবার আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাঁর বাবাকে বেহেশত নসিব করেন, তার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। মিমির মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।